ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যতদিন সম্ভব খেলতে চান টেরি!

প্রকাশিত: ০৬:৪৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

যতদিন সম্ভব খেলতে চান টেরি!

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক চেলসি ও ইংল্যান্ড জাতীয় দলের তারকা ফুটবলার জন টেরি রাশিয়ার স্পার্টাক মস্কোয় যোগ দিচ্ছেন। এমন খবরে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। গত মৌসুমেও তিনি এ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন। কিন্তু তারা প্রিমিয়ার লীগে উঠতে ব্যর্থ হওয়ায় ক্লাব ছেড়ে দিয়েছেন টেরি। ৩৭ বছর বয়স হলেও এ ডিফেন্ডার জানিয়েছেন যতদিন সম্ভব ফুটবল খেলে যেতে চান তিনি। ৩৭ বছর বয়সী ডিফেন্ডার টেরি অবশ্য ভিলা পার্কে ফেরার জন্য আগ্রহী ছিলেন। তবে সেদিক থেকে কোন ধরনের সাড়া না পাওয়াতে এবার স্পার্টাকে যাওয়া মনস্থির করেছেন। শনিবার সেল্টিকে একটি প্রদর্শনী ম্যাচে খেলার কথা থাকলেও খেলেননি তিনি, রোমে স্পার্টাকের মেডিক্যাল পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। ১৯৯৮ থেকে ২০১৭ পর্যন্ত চেলসিতে খেলেছেন টেরি। তখন চেলসির কোচ এ্যান্টোনিও কন্টের সহকারী ছিলেন মাসিমো ক্যারেরা। এখন তিনিই স্পার্টাকের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। স্পার্টাকের পক্ষ থেকে জানানো হয়েছে টেরিকে ২.৩ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তিবদ্ধ করা হয়েছে। আপাতত এক বছরের জন্য টেরিকে নিয়েছে মস্কোর ক্লাবটি। চেলসির হয়ে টেরিই এখন পর্যন্ত সর্বাধিক সাফল্য পেয়েছেন।
×