ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যালিস্টার কুকের স্মরণীয় অবসর

প্রকাশিত: ০৬:৪৪, ১২ সেপ্টেম্বর ২০১৮

এ্যালিস্টার কুকের স্মরণীয় অবসর

স্পোর্টস রিপোর্টার ॥ অবসরটা স্মরণীয় করে রাখলেন এ্যালিস্টার কুক। ইতিহাসের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি দিয়ে রাঙালেন আধুনিক ইংল্যান্ডের সফলতম এ ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ৭১-এর পর দ্বিতীয় ইনিংসে উপহার দিলেন ১৪৭ রানের মনোমুগ্ধকর ইনিংস। অথচ ক্রমাগত ব্যর্থতায় মানসিক চাপের কথা স্বীকার করে ক’দিন আগেই বলেছিলেন, সমর্থকদের সঙ্গে আর প্রতারণা করতে চান না। বিদায় বেলায় সেই কুক প্রমাণ করলেন ‘ফর্ম ইজ টেম্পারারি বাট ট্যালেন্ট ইজ পার্মানেন্ট’। বিদায় বেলায় ভক্তদের আফসোস বাড়িয়ে নিজেও হলেন মোহাচ্ছন্ন। ওভাল টেস্টের চতুর্থদিনে শেষ ইনিংসে আউট হওয়ার পর ৩৩ বছর বয়সী সুপার স্টার জানালেন, এটা ছিল তার জীবনের সেরা ‘পরাবাস্তব’ চারদিন। বিদায় বেলায় অসাধারণ সব কীর্তি গড়া কুক বলেন, ‘এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে পরাবাস্তব চারদিন। ওভাল টেস্টের শুরু থেকেই অবিশ্বাস্য সংবর্ধনা পেয়েছি। বিশেষ করে শেষ কয়েক ওভারে সমস্ত দর্শক যখন বর্মি আর্মির মতো গান গাইছিল, তা সত্যিই অবিশ্বাস্য। এ স্মৃতি আমি কখনও ভুলব না।’ আর কুককে নিয়ে বর্তমান অধিনায়ক জো রুট বলেন, ‘কুকের মতো কাউকে ইংল্যান্ড ক্রিকেট আর দেখবে না। তার শূন্যস্থান পূরণ অনেক কঠিন হবে। ১২ বছর টপঅর্ডারে খেলে যাওয়া সামান্য কথা নয়। একজন ক্রিকেটার হিসেবে তার যোগ্যতার কাছাকাছি আমি কাউকে ভাবতে পারি না। তিনি তার ব্যাটিং দিয়ে একটি জগত, একটি মোহ তৈরি করেছেন। যা থেকে আমাদের বের হতে লম্বা সময় লাগবে। পেশার জন্য তিনি অনেক কিছু ত্যাগ করেছেন যা উদাহরণ দেয়ার মতো।’ লন্ডনের কেনিংটন ওভালে ক্যারিয়ারের শেষ টেস্টে বেশ কিছু কীর্তি গড়েন ইংল্যান্ড টেস্ট ইতিহাসের রেকর্ড সর্বাধিক রান ও সেঞ্চুরির মালিক। সংক্ষেপে সেগুলো দেখে নেয়া যাকÑ ** টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ও শেষ টেস্টের দুই ইনিংসেই ফিফটি-প্লাস রান করলেন কুক। এতদিন এই কীর্তি ছিল শুধু দক্ষিণ আফ্রিকার ব্রুস মিচেলের। ২০০৬ সালে কুকের অভিষেকও হয়েছিল ভারতের বিপক্ষে, অভিষেকেও প্রথম ইনিংসে ফিফটির (৬০) পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত সেঞ্চুরি (১০৪*)। ** ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করা মাত্র পঞ্চম ক্রিকেটার কুক। এর আগে এই কীর্তি ছিল রেজি ডাফ, বিল পন্সফোর্ড, গ্রেগ চ্যাপেল ও মোহাম্মদ আজহারউদ্দিনের। ** কুকের ১৪৭ রান ক্যারিয়ারের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। সাবেক ইংলিশ ব্যাটসম্যান রমন সুব্বা রাওয়ের ১৩৭ রান ছিল আগের সর্বোচ্চ। ১৯৬১ সালের আগস্টে এ্যাশেজে রাওয়ের ইনিংসটাও ছিল এই ওভালে। সেখানেই তার ৫৭ বছরের রেকর্ডটা ভেঙ্গে দিয়েছেন কুক। ** কুকের ক্যারিয়ারের ৩৩ সেঞ্চুরির ১৫টিই দ্বিতীয় ইনিংসে। দলের দ্বিতীয় ইনিংসে যা কোন ব্যাটসম্যানের রেকর্ড সর্বোচ্চ। কুক ছাড়িয়ে গেছেন দ্বিতীয় ইনিংসে কুমার সাঙ্গাকারার ১৪ সেঞ্চুরিকে। টেস্টের তৃতীয় ইনিংসে কুকের সেঞ্চুরি ১৩টি, এটাও একটা বিশ্ব রেকর্ড। ** বিদায়ী টেস্টে সেঞ্চুরির পথে সাঙ্গাকারাকে ছাড়িয়ে টেস্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন কুক (১৬১ টেস্টে ১২,৪৭২)। আর সাবেক লঙ্কান এই গ্রেটকে ছাড়িয়ে বাঁহাতি ব্যাটসম্যান হিসেবেও গড়েছেন সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড।
×