ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বামী-স্ত্রী দুই সরকারী কর্মচারীর জেল

প্রকাশিত: ০৬:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

স্বামী-স্ত্রী দুই সরকারী কর্মচারীর জেল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ সেপ্টেম্বর ॥ দুদকের মামলায় দুই সরকারী কর্মচারী ৩৬ বছরের জেল এবং অর্থদ- দেয়া হয়েছে। এরা হলোÑ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জিএম শাখায় কর্মরত তৎকালীন শরিয়তপুর ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমাম উদ্দিন ও তার স্ত্রী শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কমলা আক্তার। মঙ্গলবার বিচারক হাকিম মতিয়ার রহমান এ আদেশ দেন। আদালত ইমাম উদ্দিনকে ২৮ বছর স্বশ্রম কারাদ- এবং ৮৯ লাখ ৯৪ হাজার ২৪ টাকা আর্থিক দ- প্রদান করে। টাকা অনাদায়ে তাকে আরও সাত মাস ১৫ দিন বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে। সহায়তা করার জন্য ইমাম উদ্দিনের স্ত্রী কমলা আক্তারকে আট বছর সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জঙ্গীবিরোধী চলচ্চিত্র প্রদর্শন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সংস্কৃতি মন্ত্রণালয় জঙ্গীবাদের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার থেকে শিল্পকলা একাডেমির ও তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী শুরু হওয়া প্রদর্শনীতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জেড. এম. নূরুল হক। প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ দাউদ হোসেন। এই প্রদর্শনী চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
×