ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহীতে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর টিকাপাড়া এলাকায় কেমিকো ফার্মাসিটিক্যাল লি. নামের ওষুধ কারখানায় আগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই ওষুধ কারখানার জেনারেটরের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ওষুধ কারখানার জেনারেটরের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে শ্রমিকরা বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনে। তিনি বলেন, দমকল কর্মীরা পৌঁছানোর আগে আগুনের শিখা দ্রুত কারখানা ও আশপাশে ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জেনারেটারের ত্রুটিজনিত কারণে এই অগ্নিকা- হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাগুরায় বজ্রপাতে ৪ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার আঠারখাদা ইউপির রুপদাহ বিলে জমিতে পাট কাটার সময় বজ্রপাতে ৪ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এরা হলো উপজেলার আঠারথাদা গ্রামের সমীর মোল্লা (৫০), রহমত শেখ (৪০), মনু মোল্লা (২৮) এবং কাশীনাথপুর গ্রামের আকরাম (৫৫) । খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা এই সময় বৃষ্টির মধ্যে মাঠে পাট কাটার কাজ করছিল। গাজীপুর স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, কাপাসিয়ায় মঙ্গলবার বিকেলে বজ্রপাতে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম মোমতাজউদ্দিন (৪৫)। সে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর ইউনিয়নের ভবানীপুরের আকমত আলীর ছেলে।
×