ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুর উপজেলার পাকুরিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত মাদক বিক্রেতার নাম দুলাল মিয়া (৪৫)। সে উপজেলার হরিহর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। ঘটনাস্থল থেকে ৫০৬ ইয়াবা, একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, সোমবার রাতে মোহনপুরে টহলের সময় ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাবকে দেখে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের পিছু নিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে ডাকাত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান ॥ বন্দরের ধামগড় ইস্পাহানীর রামনগর এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনায় ইব্রাহিম হোসেন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশের ২ কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় গোলাগুলির ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যরা হলো বন্দর থানা পুলিশের এসআই সাইদুল ইসলাম, এএসআই ইলিয়াস খান ও কনস্টেবল হারুন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানায়, রূপগঞ্জের ডাকাত সরদার ইব্রাহিম মিয়াসহ ১৫-১৬ জনের একটি ডাকাত দল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মদনপুর-মদনগঞ্জ সড়কের ধামগড় ইস্পাহানীর রামনগর এলাকায় পরিত্যক্ত ঝুটের গোডাউনে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
×