ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৮

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ চারণকবি একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের নবম মৃত্যুবার্ষিকী বুধবার। প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষকে আনন্দ দেয়ার পাশপাশি, সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতির কথা গানে গানে জানিয়ে গেছেন। নির্লোভ-নিরহঙ্কার কিংবদন্তিতুল্য এই বাউলশিল্পী ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সর্বস্তরে বিশেষ করে সাধারণের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেন বাউল সম্রাট। বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে নানা অভাব-অনটন, দুঃখ-দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেন। বাউল করিমের বয়স যখন ১২, তিনি রাখালের চাকরি ছেড়ে গ্রামের পার্শ্ববর্তী ধলবাজারের এক মুদির দোকানে কাজ নিলেন। এক সময় সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওড় এলাকা চষে বেড়িয়েছেন আর কালে কালে মানুষের দুঃখ দুর্দশায় দেখে তা নিয়ে গান রচনা করে গেছেন। হাজারও কালজয়ী গানে যেমন আনন্দ ছিল তেমনি ছিল দেশপ্রেম ও জীবন সংগ্রামের প্রেরণা।
×