ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় বাস ও লেগুনা সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ০৬:২৪, ১২ সেপ্টেম্বর ২০১৮

চকরিয়ায় বাস ও লেগুনা সংঘর্ষে নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, গাজীপুরে ও ঠাকুরগাঁওয়ে চারজন নিহত হয়েছে। সোম ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাত যাত্রী নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিন নারী ও চার পুরুষ। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় ঘটে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা। নিহতরা হলো, লেগুনার চালক চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকার আহমদ হোসেনের পুত্র খাইর আহমদ (৪০), চকরিয়া উত্তর হারবাং পাহাড়তলী এলাকার সাইফুল ইসলামের পুত্র আবুল কাশেম (২৭) ও হারবাং লালব্রিজ এলাকার মনজুর আলমের পুত্র জহির আলম (৩২)। বরইতলী এলাকার মনজুর আলমের পুত্র শফিকুল কাদের তুসার (১৮) হারবাং এলাকার মোস্তাক আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৫০), লোহাগাড়ার চুনতী এলাকার যতীন্দ্র সিকদারের স্ত্রী বাসন্তী সিকদার (৬৫) ও লোহাগাড়ার আধুনগর এলাকার আবুল কাসেমের স্ত্রী জাইতুন আকতার (৩০)। জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অপর ছয় যাত্রীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ছয়জনই মারা যায়। এর মধ্যে তিনজন মহিলা ও অপর চারজন পুরুষ যাত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সোমবার রাতে আখাউড়ার মনিয়ন্দ গ্রামে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সৌরভ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ময়মনসিংহের গৌরীপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে। শিশুটির পিতা রুবেল মিয়া জানান, সৌরভ আখাউড়া মনিয়ন্দ গ্রামে নানার বাড়িতে এসেছিল। রাতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মারা যায়। রংপুরে যুবক নগরীর মাহিগঞ্জ তালতলা এলাকায় ট্রলির ধাক্কায় মোবারক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রংপুর-পীরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পীরগাছা থেকে রংপুর আসার সময় তালতলা এলাকায় একটি ট্রলি পথচারী মোবারককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে আরোহী ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তেলিপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ছয়টায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী মোজাফ্ফর হোসেন (৫২) শহরের মুসলিম নগর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার কাজী ফার্মের গাড়ির চালক ছিলেন। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ভুল্লি প্রিন্সিপাল পাড়ার মোজাহিদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম (৩৭) ও তার স্ত্রী শিরিন আখতার (৩৪)। গাজীপুরে আরোহী গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর ওপর অজ্ঞাতনামা এক গাড়ির চাপায় মঙ্গলবার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত নাঈম আহমেদ (২৪) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
×