ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিতাস বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

প্রকাশিত: ০৬:২২, ১২ সেপ্টেম্বর ২০১৮

তিতাস বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি ॥ তিতাস উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আরা। আপত্তিকর অবস্থায় শিক্ষক-শিক্ষিকা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ সেপ্টেম্বর ॥ সাপাহারে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল একই স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। সোমবার শিক্ষিকার স্বামী বিষয়টি টের পেয়ে পুলিশকে অবগত করেন। পুলিশ দোকানদারদের সঙ্গে নিয়ে আপত্তিকর অবস্থায় একটি দোকান ঘর থেকে তাদের আটক করে। মঙ্গলবার বিকেলে এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন। জানা গেছে, সোমবার বৃষ্টির কারণে টিফিন টাইমে স্কুল ছুটি দেয়া হয়। আর তখন পরকীয়ার টানে সাপাহার জিরো পয়েন্টে অবস্থিত একটি মার্কেটের দোতলায় শিক্ষক মাহবুবুর রহমান খোকনের কম্পিউটার সার্ভিসের ঘরে দুই সন্তানের জননী শিক্ষিকা রাইহানা মুস্তারী দেখা করতে আসে। ওই ঘরেই নির্জনতার সুযোগে দরজা বন্ধ করে তারা আপত্তিকর অবস্থায় লিপ্ত হয়।
×