ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনৈতিকভাবে চলছে নজিপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির কার্যক্রম

প্রকাশিত: ০৬:২১, ১২ সেপ্টেম্বর ২০১৮

অনৈতিকভাবে চলছে নজিপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ সেপ্টেম্বর ॥ নওগাঁর পত্নীতলা উপজেলায় ‘নজিপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি’ নামে বেসরকারী একটি অর্থলগ্নী প্রতিষ্ঠান সমবায় আইনের শর্ত ভঙ্গ করে সম্পূর্ণ বেআইনীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এতে একদিকে যেমন অবৈধভাবে অর্থের পাহাড় গড়ছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সম্প্রতি পত্নীতলা উপজেলা সদর নজিপুরে প্রধান দফতর করে ‘নজিপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ’ নামে একটি অর্থলগ্নি প্রতিষ্ঠান গড়ে তোলে। জেলা সমবায় অফিস থেকে এই অফিসের কার্যক্রম সমগ্র নজিপুর পৌরসভা, পতœীতলা উপজেলার চকশ্রীপুর, গগনপুর, যোগীপুর ও দীঘিপাড়্ াগ্রামের মধ্যে সীমাবদ্ধ করে অনুমোদন প্রদান করে। কিন্তু এই প্রতিষ্ঠান সেই সীমা লঙ্ঘন করে পতœীতলা পুরো উপজেলা, পোরশা উপজেলা, সাপাহার উপজেলা, ধামইরহাট উপজেলা এবং নিয়ামতপুর উপজেলায় অনিয়মতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এসব এলাকার শত শত মানুষের নিকট থেকে অল্প সুদে টাকা জমা রেখে অধিক সুদে ব্যবসায়ীদের নিকট ঋণ দিয়ে ব্যবসা করছে। অপরদিকে জেলার একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য সমবায়ী প্রতিষ্ঠান সুরমা মাল্টিপারপাসের লোগো হুবহু ব্যবহ্রা করে জনগণকে প্রতারিত করছে। এতে করে সুরমা মাল্টিপারপাস প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অভিযোগ করেছে। অনুমোদিত এলাকার বাইরে এই প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারে কিনা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো হুবহু ব্যবহার করতে পারে কিনা তা জেলা সমবায় অফিসার সেলিমুল আলম শাহিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, তা সম্পূর্ণ আইনবিরোধী। আমি ঢাকায় আছি। ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১১ সেপ্টেম্বর ॥ ট্রেনের ধাক্কায় ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কৈডোলা কবরস্থানের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, কয়েক দিন ধরে এ অজ্ঞাত প্রতিবন্ধী যুবকটি রেললাইনের উপর ঘুরাফেরা করছিল। মঙ্গলবার সকালে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনটি ঘটনাস্থলে এলে ইঞ্চিনের ধাক্কায় যুবকটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে।
×