ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাগবাটোয়ারার জের

রূপগঞ্জে প্রতিপক্ষের গুলিতে ডাকাত সরদার নিহত

প্রকাশিত: ০৬:২০, ১২ সেপ্টেম্বর ২০১৮

রূপগঞ্জে প্রতিপক্ষের গুলিতে ডাকাত সরদার নিহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি মালামালের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ডাকাতের গুলিতে ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে রাজা (২৮) নিহত হয়েছেন। পুলিশ ডাকাতদের ব্যবহৃত শূটারগান ও গুলি জব্দ করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৮নং সেক্টর এলাকায় ঘটে এ ঘটনা। নিহত দেলোয়ার হোসেন ওরফে রাজা রাজধানীর গেন্ডারিয়া এলাকার ফুল মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, যে কোন স্থানে ডাকাতি করার পর পূর্বাচল উপ-শহরের ৮নং সেক্টরে ৭ থেকে ৮ জনের একদল ডাকাত ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা করছিল। এ সময় ভাগবাটোয়ারা নিয়ে ডাকাতদের নিজেদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ ডাকাতের গুলিতে ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে রাজা গুরুতর আহত হয়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শূটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আহত ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে রাজাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×