ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে নয়া জিএমপি কমিশনারের চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে নয়া জিএমপি কমিশনারের চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য মাদক সবচেয়ে বড় সমস্যা। আমি নগরবাসীকে আশ^স্ত করতে চাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি আছে, সেটা এক শ’ ভাগ এখানে অনুসরণ করা হবে। এখানে কোন ধরনের ছাড় দেয়া হবে না। এমনকি মাদকের সঙ্গে যদি কোন পুলিশ সদস্যও জড়িত থাকে তারাও কোনভাবে ছাড় পাবে না। এসব ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার নলজানীস্থ তার সদর দফতরের সভাকক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর নতুন গঠিত আটটি থানা এলাকা নিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরই মধ্যে জিএমপিতে ১ হাজার ১৫২ জনের লোকবলও নিয়োগ করা হয়েছে। এছাড়া তাদের পদায়ন, থানার জন্য ভবন ভাড়াসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আট থানার আয়তন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
×