ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদার চিকিৎসা নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

খালেদার চিকিৎসা নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হলেও তার চিকিৎসা নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও এখন পর্যন্ত তার সুচিকিৎসার কোন ব্যবস্থা নেয়নি সরকার। তার ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা করছেন যে, দ্রুত চিকিৎসা না দেয়া হলে তার বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে। তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। তিনি বলেন, বিএনপির প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর কয়েক দিন হয়ে গেলেও খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কোন সরকারের কার্যকর কোন উদ্যোগ নেই। আমি দলের পক্ষ থেকে কাল বিলম্ব না করে খালেদা জিয়াকে বেসরকারী বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। এ সরকারের মাধ্যমে নতুন মন্ত্রিসভা করলে আমরা গ্রহণ করবো না- নোমান ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সরকারের মাধ্যমে নতুন মন্ত্রিসভা করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, এ ধরনের মন্ত্রিসভা করলে আমরা তা গ্রহণ করব না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ‘সম্মিলিত পেশাজীবী পরিষদ’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বাংলাদেশের অধিকাংশ জনগণের নেত্রী দাবি করে নোমান বলেন, সেজন্যই আমরা তার মুক্তি দাবি করছি। রাজধানী থেকে প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর থেকে ভুয়া চাকরিদাতা ও বীমা প্রতিষ্ঠানের প্রতারক চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ মোঃ হাবিবুর রহমান ওরফে আরিফ (৩৪), মোখলেছুর রহমান (৩২), তানভির মাহাবুব (২৪), মেহেদি হাসান (১৯), রাসেল (২৭), আবু হানিফ (২৪), মাহামুদুল হোসেন (২৫) ও ইয়াছিন (৩২)। সোমবার রাতে র‌্যাব-২ সদস্যরা সেনপাড়া থেকে তাদের আটক করে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সইফুল মালিক জানান, দীর্ঘদিন ধরে মিরপুর সেনপাড়ার ১৪৩ নম্বর ভবনের তৃতীয় তলায় অফিস খুলে চাকরি দেয়ার নামে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল তারা। ভুয়া প্রতিষ্ঠানটির নাম ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
×