ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাবতলীতে অস্ত্রের ভয় দেখিয়ে ঢাবি ছাত্রীর সর্বস্ব ছিনতাই

প্রকাশিত: ০৬:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

গাবতলীতে অস্ত্রের ভয় দেখিয়ে ঢাবি ছাত্রীর সর্বস্ব ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের কাছে ছিনতাইকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা দিল আফরোজকে (২০) অস্ত্রের ভয় দেখিয়ে ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড নেমে ঢাবির কবি সুফিয়া কামাল হলে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ ঘটনার পর ওই শিক্ষার্থী শেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেন। জানা গেছে, আফসানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত। তিনি কবি সুফিয়া কামাল হলে থাকেন। তার বাবা দৈনিক জনকণ্ঠ পত্রিকার পঞ্চগড় জেলা সদরের এজেন্ট। ভুক্তভোগী আফসানা জানান, গ্রামের বাড়ি থেকে নাইট কোচে সকালে গাবতলী বাসস্ট্যান্ডে নামি। এরপর রিক্সাযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল আবাসিক হলে ফিরছিলাম। কিছু দূর যাওয়ার পরই ছিনতাইকারীরা রিক্সার গতিরোধ করে অস্ত্র দেখিয়ে দামী ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
×