ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রীকল্যাণ নেতা মোজাম্মেলের এক মামলায় জামিন

প্রকাশিত: ০৬:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৮

যাত্রীকল্যাণ নেতা মোজাম্মেলের এক মামলায় জামিন

কোর্ট রিপোর্টার ॥ কারাগারে থাকা যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হককে চাঁদাবাজির মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোঃ মাজহারুল হক এই জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষে এ্যাডভোকেট জায়েদুর রহমান জামিন আবেদনের শুনানি করেন। চাঁদাবাজির মামলায় তিনি জামিন পেলেও কাফরুল থানার বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন সোমবার করে রেখেছে পুলিশ। আগামী ১৩ সেপ্টেম্বর ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য আছে। গত ৫ সেপ্টেম্বর রাত ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করে পুলিশ। ৬ সেপ্টেম্বর চাঁদাবাজির একটি মামলার ১ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে গত ৮ সেপ্টেম্বর পুনরায় ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি গ্রহণ শেষে রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৪ সেপ্টেম্বর দুলাল নামের এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মোজাম্মেল হক বাংলাদেশ সড়ক পরিবহনের নেতা দাবি করে মিরপুর রোড শ্রমিক কমিটির কাছ থেকে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। বাদী ভয়ে তাকে ১০ হাজার টাকা দেন বলেও অভিযোগ এনেছেন।
×