ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ইন্টারনেট আদালত

প্রকাশিত: ০৬:০২, ১২ সেপ্টেম্বর ২০১৮

দ্বিতীয় ইন্টারনেট আদালত

ইন্টারনেটের সঙ্গে জড়িত মামলা মীমাংসা করতে আরেকটি ইন্টারনেট আদালত চালু করেছে চীন। নতুন এই ইন্টারনেট আদালতের নাম দেয়া হয়েছে ‘বেজিং ইন্টারনেট কোর্ট’। অনলাইনে ব্যবসায়িক লেনদেন, ব্যক্তিগত তথ্য এবং মেধাস্বত্ব¡ সম্পত্তির মতো বিষয়গুলো নিয়ে কাজ করবে এই আদালত। বর্তমানে চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০ কোটি। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। আর সেইসঙ্গে বাড়ছে অনলাইন মামলা। এ ধরনের মামলা মীমাংসা করতেই নতুন ইন্টারনেট আদালত চালু করেছে চীন। আগের বছর চীনের পশ্চিমে হ্যাংঝৌতে প্রথম ইন্টারনেট আদালতটি চালু করা হয়। বেজিংয়ের নতুন ইন্টারনেট আদালত ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানানো হয়েছে। মোট ৩৮ জন অভিজ্ঞ বিচারক রয়েছেন এই আদালতে, যাদের প্রত্যেকের গড় অভিজ্ঞতা প্রায় ১০ বছর। -সিনেট।
×