ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৯, ১২ সেপ্টেম্বর ২০১৮

আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। গত নির্বাচনে না এসে তারা যে ভুল করেছিল, আশা করি সেই ভুল এবার করবে না। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি অযৌক্তিক। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের আশঙ্কার কোন কারণ নাই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচনকালীন সরকারের রূপরেখা কেমন হবে তা কেবল প্রধানমন্ত্রীর এখতিয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের স্থাপনাসমূহের উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার এই প্রকল্পসমূহের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের স্থাপনাসমূহ নির্মাণে সহায়তা করার জন্য দক্ষিণ কোরিয়ার সরকারকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম। স্থাপনাসমূহের খ-চিত্র তুলে ধরে বলেন, এই হাসপাতালে প্রথমবারের মতো দেশে সেন্টার বেইজড স্বাস্থ্যসেবা চালু হবে, যা উন্নত বিশ্বে বহুল প্রচলিত। সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে দক্ষিণ কোরিয়া সরকার ইডিসিএফের অর্থায়নে ১০৪৭ কোটি টাকা ঋণ সহযোগিতা প্রদান করবে। প্রকল্পের আওতায় ১ম ফেজ-এ ২টি বেজমেন্টসহ ১১তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে পরবর্তী ২ তলা উর্ধমুখী সম্প্রসারণ করা হবে। ১৩ তলা হাসপাতাল ভবনটিতে থাকবে ১ হাজার শয্যা। দেশের প্রথম সেন্টার বেইজড চিকিৎসা সেবা চালু হবে সুপার স্পেশালাইজড হাসপাতালটিতে। বাংলাদেশে এ ধরনের হাসপাতাল এই প্রথম। বর্তমানে সিঙ্গাপুর, কোরিয়াসহ বিশ্বের অধিকাংশ উন্নত দেশে সেন্টার বেইজড চিকিৎসা সেবা পদ্ধতি চালু আছে। স্বাস্থ্য খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ৯০ শতাংশ কাজের বাস্তবায়ন হয়েছেÑ স্বাস্থ্যমন্ত্রী ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত অর্থবছরে স্বাস্থ্য খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ৯০ শতাংশ কাজ স্বচ্ছতার সঙ্গে সফলভাবে বাস্তবায়ন হয়েছে। বর্তমান অর্থবছরে শতভাগ কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কেন্দ্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় বিশ্বমানের আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার গত ১০ বছর ধরে নিরলসভাবে কাজ করেছে। যার সুফল আজ দেশের দরিদ্র সাধারণ মানুষ পাচ্ছে। গত কয়েক বছরে দেশে বেশ কয়েকটি বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল নির্মিত হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ চালুসহ হৃদরোগ, কিডনি চিকিৎসার আধুনিক ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও নির্দেশনায় রাজধানীতে নির্মিত হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। প্রধানমন্ত্রী আগামী ২০ অক্টোবর এশিয়ার বৃহত্তম এই বার্ন হাসপাতাল উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া রাজধানীর নিটোর এর সম্প্রসারণ প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ১৮ অক্টোবর। গোপালগঞ্জে নির্মিত ইডিসিএলের তৃতীয় ওষুধ উৎপাদন কারখানাও আগামী ৬ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
×