ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রানার অটোমোবাইলের সর্বোচ্চ দর ৮৪ টাকা

প্রকাশিত: ০৫:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৮

রানার অটোমোবাইলের সর্বোচ্চ দর ৮৪ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রানার অটোমোবাইলের ২৪ ঘণ্টার নিলামে (বিডিং) সর্বোচ্চ ৮৪ টাকার দর প্রস্তাব করেছেন যোগ্য বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এ সময় ৫০ জন বিডার কোম্পানিটির ৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ২০০ টাকার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময়ে এই চিত্র দেখা গেছে। রানার অটোমোবাইলসের কাট-অফ প্রাইস নির্ধারণের লক্ষ্যে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টায় নিলাম শুরু হয়েছে। যা চলবে টানা ৭২ ঘণ্টা বা ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এদিন বিকেল ৫টা পর্যন্ত বিডিংয়ে ১ বিডার প্রতিটি ৮৪ টাকা করে ১ লাখ ৪৮ হাজার ৮০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন। যার মোট দর ১ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। এর আগে কোম্পানিটির শেয়ারে সর্বপ্রথম ৮১ টাকায় দর প্রস্তাব করা হয়। যেখানে ১ বিডার ৮১ টাকা করে ১ লাখ ৫৪ হাজার ৩০০টি শেয়ার কেনার জন্য দরপ্রস্তাব করেন। যার মোট দর ১ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৩০০ টাকা। নিলামের ২৪ ঘণ্টায় ৫০ জন বিডার অংশগ্রহণ করেছেন। তারা সর্বোচ্চ ৮৪ থেকে ৩০ টাকায় দরপ্রস্তাব করেছেন। এই বিডাররা ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ২০০টি শেয়ার ৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ২০০ টাকা দিয়ে কিনতে চেয়েছেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১২ বিডার প্রতিটি শেয়ার ৫০ টাকা করে কিনতে চেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮ বিডার ৮০ টাকা করে শেয়ার কিনতে চেয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ ৪ জন ৪০ টাকা করে দর প্রস্তাব করেছেন। রানার অটোমোবাইলস লিমিটেড শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৬২ কোটি ৫০ লাখ টাকা। এই বরাদ্দকৃত টাকার উপরে বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত হবে কাট-অফ প্রাইস।
×