ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৬ শতাংশ

প্রকাশিত: ০৫:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক সামান্য বেড়েছে। অপর সূচকগুলো কমেছে এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে ২৫১ কোটি বা ২৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক এদিন ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭১ ও ১৯৩৮ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইতে ৭১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ২৫১ কোটি ২৬ লাখ ৯৭ হাজার টাকা বা ২৬ শতাংশ। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে ১৩১টি বা ৩৯.১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫২টি বা ৪৫.৩৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি বা ১৫.৫২ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ৬০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইনের ৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস। লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল হাউজিং, বিএসআরএম লিমিটেড, শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার এবং আরএসআরএম স্টিল। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ফু-ওয়াং সিরামিক, ইনটেক, ঢাকা ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স ও আরএসআরএম স্টিল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইএফএল মিউচুয়াল ফান্ড, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, ভিএফএস থ্রেড ডাইং, আইসিবি এমপ্লয়িজ ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবিএএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড ও প্রাইম টেক্স। এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭০৯৫ পয়েন্টে। বাজারটিতে ৪৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কনফিডেন্স সিমেন্ট, সামিট পাওয়ার, নাহি এ্যালুমিনিয়াম, একটিভ ফাইন, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আরএসআর স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিবিএস কেবল ও সাইফ পাওয়া টেক।
×