ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটনে পিএলও অফিস বন্ধ হচ্ছে

প্রকাশিত: ০৫:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

ওয়াশিংটনে পিএলও অফিস বন্ধ হচ্ছে

ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনের অস্বীকৃতি জানানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্র সোমবার ঘোষণা দিয়েছে তারা ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈাতিক মিশন বন্ধ করে দেবে। এই সিদ্ধান্তকে বিপজ্জনক পদক্ষেপ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনী কর্তৃপক্ষ। -আলজাজিরা সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলের সঙ্গে অর্থপূর্ণ সমঝোতায় প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র চেয়েছিল দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক। এজন্য পিএলওকে ওয়াশিংটনে অফিস চালানোর অনুমতি দেয়া হয়। কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন মিশন বন্ধের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন। ফিলিস্তিনী জনগণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিনিধি পিএলও ১৯৯৪ সালে ওয়াশিংটনে কূটনৈতিক মিশন খুলে। প্রসঙ্গত, ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে তার বহুল-প্রতীক্ষিত পরিকল্পনা প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ফিলিস্তিনী কর্মকর্তারা ট্রাম্পের দূতদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হচ্ছেন না।
×