ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে বিল উত্থাপন

দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্স ডিগ্রীর সমমান হচ্ছে

প্রকাশিত: ০৭:৫৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্স ডিগ্রীর সমমান হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ সম্পূরক কর্মসূচীতে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রীর (ইসলামিক স্টাডিজ) সমমান দেয়া সংক্রান্ত বিল সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। চলতি সংসদেই বহুল আলোচিত এই বিলটি পাসের সম্ভাবনা রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে দ্বিতীয় সম্পূরক কর্মসূচীতে ‘আল হাইআতুল উলয়া লিল-জামাআতিল কাওমিয়া বাংলাদেশ বা কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রীর (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান আইন-২০১৮ বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিধি মোতাবেক তিনদিন আগে বিলটি সংসদ সদস্যদের কাছে বিলি না করায় জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম বিলটি উত্থাপনে আপত্তি জানান। তিনি স্পীকারকে উদ্দেশ্য করে বলেন, তিনদিন আগে বিল পাওয়া সদস্যদের অধিকার। সেক্ষেত্রে আপনার বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই বিলটি উত্থাপন করতে পারেন। কারণ সম্পূরক কর্মসূচীতেও বিলটি অন্তর্ভুক্ত ছিল না। কিছুক্ষণ আগে বিলটি পেয়েছি। পরে স্পীকার বলেন, স্পীকারের ক্ষমতাবলে সম্পূরক কার্যসূচীতে বিলটি আসতে পারে। এই অধিবেশনে বিলটি পাসের জন্য নির্ধারিত থাকায় বিলটি উত্থাপন করা প্রয়োজন। বিলটি উত্থাপনের পর সাত দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিরোধিতার জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা জানি এই অধিবেশন স্বল্প সময়ে শেষ হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর অনুমতিতে তাঁর নির্দেশেই বিলটি উত্থাপন করেছি। আমাদের দেশে একাধিক ধারার ইসলামী শিক্ষা প্রচলিত আছে। কওমি মাদ্রাসাসমূহে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী শিক্ষালাভ করেন। কিন্তু বাস্তবে তাদের স্বীকৃত কোন ডিগ্রী না থাকার ফলে শিক্ষালাভ করার পর তারা বাস্তব কাজে নিজেদের নিয়োজিত করতে পারেন না। সেজন্য মাদ্রাসাসমূহের দাবিতে এখানে আইনটি করার জন্য বিল নিয়ে আসা হয়েছে। বিলটি স্বল্প সময়ের মধ্যে পাস করা প্রয়োজন। সে কারণেই স্পীকারের ক্ষমতা ব্যবহার করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রীর (ইসলামিক স্টাডিজ) সমমান আইন-২০১৮ বিল আকারে সংসদে উপস্থাপন করা হলো।
×