ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীরবে চলে গেল ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০৭:২৮, ১১ সেপ্টেম্বর ২০১৮

নীরবে চলে গেল ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের চতুর্থ প্রয়াণবার্ষিকী ছিল রবিবার। তিনি ২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। কোন স্মরণানুষ্ঠান ছাড়াই এ শিল্পীর মৃত্যুবার্ষিকীর দিনটি চলে গেল। সঙ্গীতের সকল ক্ষেত্রে সমান পদচারণা ছিল উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পীর। তিনি নজরুল সঙ্গীতশিল্পী হিসেবে সমাধিক পরিচিত। ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন। পারিবারিক আবহে গান শেখার অবকাশ না থাকলেও বাবা-মায়ের সঙ্গীতপ্রীতি ছিল। ১৯৪২ সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি থেকে তার প্রথম রেকর্ড বের হয়। সুরকার কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গান রেকর্ড করেন। এর মাধ্যমে কমল দাশগুপ্তের সঙ্গে ফিরোজা বেগমের সম্পর্কের সূত্রপাত। ফিরোজা বেগম ১৯৪২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কলকাতায় নিয়মিত গান করেছেন। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, গজল, ভজন সব গানই তখন করেছেন।
×