ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘শব্দঘর’ সম্পাদক কথাসাহিত্যিক মোহিত কামালকে ঘিরে আড্ডা

প্রকাশিত: ০৭:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

‘শব্দঘর’ সম্পাদক কথাসাহিত্যিক মোহিত কামালকে ঘিরে আড্ডা

স্টাফ রিপোর্টার ॥ শিল্প-সাহিত্য জগতে প্রতিষ্ঠিত অগ্রজদের লেখা সবাই প্রকাশ অথবা পুনর্প্রকাশ করেন। এর মধ্যে সাহিত্য পাতা বা পত্রিকা সম্পাদকদের তেমন কৃতিত্ব নেই বললেই চলে। কেননা, প্রতিষ্ঠিতরা নিজ গুণেই প্রতিষ্ঠিত। সম্পাদকের কৃতিত্ব নতুন লেখক তৈরিতে। নতুন কিংবা তরুণদের সুযোগ দেয়ার কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন মাসিক সাহিত্য পত্রিকা ‘শব্দঘর’ এর সম্পাদক মোহিত কামাল। সাহিত্য জগতে সম্পাদকদের এমন উদারতার দৃষ্টান্ত আমাদের দেশে হাতে গোনা। গত শুক্রবার তাকে ঘিরে সিলেটের কিনব্রিজ এলাকার সারদা হলে বসেছিল সাহিত্য আড্ডা। আয়োজক ছিল ‘মলাট’ পড়ুয়াদের সংগঠন। আড্ডায় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ এবং শব্দঘরের প্রকাশক মাহ্ফুজা আক্তার মিলি। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক থেকে শুরু করে বিভিন্ন-শ্রেণী পেশার অন্তত দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আড্ডায় মোহিত কামাল তার শৈশব-কৈশোর, লেখালেখি জীবনের শুরু, শিক্ষাজীবন থেকে শুরু করে তার সাহিত্যিচর্চার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। এ সময় তিনি দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকের জীবনকাহিনী ও সাহিত্য রচনা সম্পর্কে আলোকপাত করেছেন। কথাসাহিত্যিক মোহিত কামাল বলেন, একজন লেখককে কঠিন আত্মত্যাগের ভেতর দিয়ে যেতে হবে। সাহিত্য চর্চার সাধনা ও একাগ্রতা থাকতে হবে। তিনি বিশেষ করে তরুণ লেখকদের সাহিত্য চর্চাকে উৎসাহিত করেন। সিলেটের সঙ্গে মোহিত কামালের আত্মার সম্পর্ক বলে উল্লেখ করেছেন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাই এ মাটির জন্য তিনি সারাক্ষণ একটা টান অনুভব করেন।
×