ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশ অপেরার ২৫ বছর পূর্তিতে আয়োজন

প্রকাশিত: ০৭:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

দেশ অপেরার ২৫ বছর পূর্তিতে আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা, সংস্কৃতি ও সমাজ-সচেতনতামূলক ভিন্নধর্মী যাত্রা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি নিবন্ধিত যাত্রাদল দেশ অপেরা। দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজন সূচীতে থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, যাত্রানুষ্ঠান ও গুণীজন পদক প্রদান। ওইদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইটিআইর সম্মানিত সভাপতি রামেন্দু মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট অজয় দাশগুপ্ত এবং বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যজন, মঞ্চসারথি এবং দেশ অপেরার প্রধান উপদেষ্টা আতাউর রহমান। এবার প্রথমবারের মতো ‘দেশ অপেরা রজতজয়ন্তী পদক ২০১৮’ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত যাত্রাভিনেত্রী জ্যোৎ¯œা বিশ্বাস এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা এবং শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দাস। এ আয়োজন প্রসঙ্গে দেশ অপেরার স্বত্বাধিকারী মিলন কান্তি দে বলেন, ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে নাগরিক জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কয়েকজন সমমনা বন্ধু-বান্ধব নিয়ে ১৯৯৩ সালে আমি দেশ অপেরা গঠন করি। আমার দেশ অপেরা দেশ ও দশের কথা বলে। আমরা দেশজ পালা মঞ্চায়ন করি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মাস্টারদা সূর্য সেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা যাত্রামঞ্চে নিয়ে এসেছি। এবার প্রথম বারের মতো দুই গুণীজনকে আমরা দেশ অপেরা রজতজয়ন্তী পদক দিচ্ছি। আগামীতে এই পদক প্রদান অব্যাহত থাকবে। সবশেষে যাত্রাশিল্পের কিংবদন্তি অমলেন্দু বিশ্বাসের জীবন ও কর্মের আলোকে রচিত ‘আমি অমলেন্দু বিশ্বাস’ যাত্রাপালায় একক অভিনয় করবেন তারই উত্তরসূরি মিলন কান্তি দে।
×