ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন অনুর্ধ-২১ ফুটবল দলের কোচ হিডিঙ্ক

প্রকাশিত: ০৬:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

চীন অনুর্ধ-২১ ফুটবল দলের কোচ হিডিঙ্ক

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে। এই অলিম্পিকের ফুটবল ইভেন্টের জন্য বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চীন। এরই ধারাবাহিকতায় তারা অনুর্ধ-২১ দলের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হাই-প্রোফাইল কোচ গাস হিডিঙ্ককে। ৭১ বছর বয়সী এ ডাচ্ কাজ করবেন জাতীয় দলের কোচ ইতালির বিশ্বকাপজয়ী তারকা মার্সেলো লিপ্পির সঙ্গে। তাকে ট্যাক্স বাদ দিয়ে বাৎসরিক ৪.৭ মিলিয়ন মার্কিন ডলারে নিয়োগ করেছে চাইনিজ ফুটবল এ্যাসোসিয়েশন (সিএফএ)। ৭০ বছর বয়সী লিপ্পি চীন জাতীয় দলের হয়ে দারুণ কাজ দেখিয়েছেন। ২০১৬ থেকে তিনি চীন ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাপক উন্নতি সাধন করলেও অবশ্য এবার রাশিয়া বিশ্বকাপে চীন খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে অবস্থান চীনের। এখন তার সঙ্গে থেকেই চীন অনুর্ধ-২১ দলের প্রধান কোচ হিসেবে মূল দায়িত্ব পালন করবেন হিডিঙ্ক। এ বিষয়ে সিএফএ জানিয়েছে, ‘মূল কাজ হচ্ছে ২০২০ সালের টোকিও অলিম্পিকে ভাল করা। আমরা আশা করছি হিডিঙ্কের নেতৃত্বে তার কোচিং টিমের অধীনে আমাদের অনুর্ধ-২১ দলের ছেলেরা অলিম্পিক স্বপ্ন পূরণে সফলকাম হবে।’
×