ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তেজিত সেরেনার জরিমানা

প্রকাশিত: ০৬:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

উত্তেজিত সেরেনার জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ জরিমানার কবলেই পড়তে হলো সেরেনা উইলিয়ামসকে। ইউএস ওপেনের ফাইনালে মেজাজ ধরে রাখতে না পেরে উত্তেজিত হয়ে উঠেছিলেন আমেরিকান তারকা। চেয়ার আম্পায়ারকে ‘চোর’ ও ‘মিথ্যুক’ বলে মন্তব্য করেছিলেন তিনি। কোড অব কন্ডাক্ট ভাঙার কারণে জরিমানার কবলে পড়লেন তিনি। ১৭ হাজার ডলার জরিমানা করা হয়েছে সেরেনাকে। তবে ২৩ গ্র্যান্ডস্লামজয়ী এই মহাতারকা আয় করেছেন ১.৮৬ মিলিয়ন ডলার। সেই তুলনায় জরিমানার অর্থ তার জন্য কিছুই নয়। নাওমি ওসাকার বিপক্ষে শনিবার ফাইনালে এই কা- ঘটান সেরেনা। চেয়ার আম্পায়ার কার্লোস রামোসের কিছু সিদ্ধান্তের প্রতিবাদ করে উঠেন। আচরণবিধি ভাঙ্গায় নিজের পয়েন্ট আর গেম কাটার ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি। রাগে র‌্যাকেট ছুড়ে মারেন। এমন কী বিরতির পর কোর্টে ফেরত আসতেও চাননি তিনি। পরে ফিরলেও খেলায় মনোযোগ ছিল না। শেষ পর্যন্ত জাপানের তরুণ প্রতিভাবান খেলোয়াড় তারকা ওসাকার কাছে ফাইনালে হেরে বসেন সেরেনা। ফাইনাল শেষে পর্তুগীজ আম্পায়ার রামোসের সঙ্গে হাত মেলাননি। উল্টো তাকে বলেন, ‘আপনি একজন মিথ্যাবাদী। আপনি যতদিন বাঁচবেন আর কোনদিন আমার কোর্টে থাকবেন না। কখনও আপনি আমার কাছে ক্ষমা চাইবেন? বলুন যে আপনি দুঃখিত।’ আম্পায়ারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তিনি ছেলেদের কাছ থেকে কখনও ম্যাচ কেড়ে নিতে পারে না! কারণ ওরা তাকে চোর বলে। আপনি চোর, আপনি আমার পয়েন্ট চুরি করেছেন।’ এমন বিস্ফোরক কথা বলার পর শাস্তির মাত্রাটা কমই হয়ে গেল মনে করছেন বিশ্লেষকরা। তবে নারী টেনিসের সর্বোচ্চ সংগঠন ডব্লিউটিএয়ের সমর্থন পাচ্ছেন সেরেনা। তারা পুরো বিষয়টিকে ‘লিঙ্গ বৈষম্য’ হিসেবে দেখছে। এমন কী নারী টেনিসে পুরুষ আম্পায়ার নিয়েও উঠেছে প্রশ্ন! এদিকে ইউএস ওপেনের প্রথম পর্ব থেকে বিদায় নেয়ার পরও মহিলা টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের শিরোপা জয় করা জাপানের নাওমি ওসাকা ১২ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে প্রবেশ করেছেন। ওসাকা এখন অবস্থান করছেন সপ্তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৪,১১৫। ইউএস ওপেন শুরুর আগে ওসাকা ছিলেন ১৯তম স্থানে। ইউএস ওপেনের সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পারবেন, এমন বিশ্বাসও ছিল না ওসাকার। কিন্তু বিশ্বকে চমকে দিয়ে এবারের আসরের ফাইনালে উঠেন ওসাকা। এখানেই চমক থেমে রাখেননি তিনি। ২৩ বারের গ্র্যান্ডস্লামজয়ী সেরেনাকে ফাইনালে বিধ্বস্ত করে ইউএস ওপেনের শিরোপা জিতে নেন ২০ বছর বয়সী তরুণী ওসাকা। এটিই ছিল তার ক্যারিয়ারের সেরা সাফল্য এবং প্রথম গ্র্যান্ডস্লাম জয়। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টগুলোতে ওসাকার সেরা সাফল্য ছিল তৃতীয় রাউন্ড। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন তিনি। এদিকে, লজ্জার বিদায়ের পরও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন হ্যালেপ। ৮,০৬১ রেটিং পয়েন্ট হালেপের নামের পাশে শোভা পাচ্ছে তার। হ্যালেপের পরই দ্বিতীয়স্থানে রয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। হালেপের মতো ইউএস ওপেনে ভাল পারফর্মেন্স করতে পারেননি তিনিও। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন ড্যানিশ এই টেনিস তারকা। সাফল্য না পেলেও, র‌্যাঙ্কিংয়ে কোন হেরফের হয়নি তার। ৫,৯৭৫ পয়েন্ট রয়েছে ওজনিয়াকির।
×