ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিরাট কোহলির আরও একটি বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

বিরাট কোহলির আরও একটি বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরে দল হিসেবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারত। এক টেস্ট আগেই পাঁচ ম্যাচের সিরিজ হেরেছে ‘নাম্বার ওয়ান’ দলটি। তবে ব্যাট হাতে ঠিকই সমানে রান করে যাচ্ছেন বড় তারকা বিরাট কোহলি। গড়ছেন একের পর এক রেকর্ড। কেনিংটন ওভালে নিয়মরক্ষার শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৪৯ রানে আউট ভারত অধিনায়ক গড়েছেন ক্যারিয়ারে দ্রুত ১৮ হাজার টেস্ট রানের নতুন বিশ্বরেকর্ড। সুপার উইলোবাজ এক্ষেত্রে পেছনে ফেলেছেন পূর্বসূরি গ্রেট শচীন টেন্ডুলকর ও ক্যারিবিয়ান ক্রিকেটের সুপারস্টার ব্রায়ান লারাকে। টেস্ট, ওয়ানডে এবং টি২০ তিন ভার্সন মিলিয়ে কোহলির ক্যারিয়ারে এখন মোট রান ১৮০২৮। ১৮ হাজার রানের মাইলফলক ছুঁতে লাগল মাত্র ৩৮২ ইনিংস! অবিশ্বাস্য। লারার ৪১১ আর শচীনের লেগেছিল ৪১২ ইনিংস। কোহলির আগে কেউ চার শ’র কম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি। বিরাট কোহলিই পারলেন চার শ’র অনেক কম ইনিংসে এই মাইলস্টোন গড়তে। ইতিমধ্যেই ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে বসেছে ভারত। ওভাল টেস্টেও রয়েছে বেকায়দা অবস্থায়। কিন্তু ভারত অধিনায়ক ঠিকই তার রানের মেশিন চালু রেখেছেন সর্বোচ্চ গতিতে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখনও পর্যন্ত ৯ ইনিংসে কোহলি রান করেছেন ৫৯৩। গড় ৬৫.৮৮। সেঞ্চুরি ২টি এবং হাফ সেঞ্চুরি ৩টি। তার পেছনে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। তিনি করেছেন ৮ ইনিংসে ৩৪৯ রান। ১৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেই ভারতীয় ইতিহাসের তিন সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ এবং রাহুল দ্রাবিড়ের পাশে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন বিরাট কোহলি। বাকি তিনজনই ক্যারিয়ারে ১৮ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করেন। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তাদের সঙ্গে যোগ দিলেন বর্তমান ভারত অধিনায়ক। ৬৬৪ ম্যাচ খেলে শচীন টেন্ডুলকরের মোট রান সংখ্যা ৩৪,৩৫৭। সেঞ্চুরি ১০০টি। দু’ক্ষেত্রেই যা বিশ্বরেকর্ড। ১৬৪টি রয়েছে হাফ সেঞ্চুরি। রাহুল দ্রাবিড় রয়েছেন দ্বিতীয় স্থানে। ৫০৯ ম্যাচে তার সংগ্রহ ২৪২০৮ রান। সেঞ্চুরি ৪৮টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ১৪৬টি। তালিকায় ভারতের আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী রয়েছেন তৃতীয় স্থানে। তার ব্যাটে সংগৃহীত মোট রানের সংখ্যা ১৮৫৭৫। ম্যাচ খেলেছেন ৪২৪টি। সেঞ্চুরি ৩৮টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ১০৭টি। সেখানে তিন ভার্সনে ৩৪৩টি ম্যাচ খেলেই বিরাট কোহলি ইতিমধ্যেই নামের পাশে লিখে ফেলেছেন ৫৮টি সেঞ্চুরি এবং ৮৫টি হাফ সেঞ্চুরি। বিরাট অবিশ্বাস্য জিনিয়াস। এভাবে চলতে থাকলে ভারতীয় তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই নিজের করে নেবেন সময়ের সুপার এই উইলোবাজ। সেই পথেই হাঁটছেন তিনি।
×