ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মডরিচ ফিফা সেরা হওয়ার যোগ্য ॥ রামোস

প্রকাশিত: ০৬:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

মডরিচ ফিফা সেরা হওয়ার যোগ্য ॥ রামোস

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭-১৮ মৌসুমের জন্য বর্ষসেরা খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চূড়ান্ত তালিকায় থাকা তিনজন হলেনÑ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মোহাম্মদ সালাহ এবং লুকা মডরিচ। তবে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস মনে করেন মডরিচ ফিফার সেরা ‘দ্য বেস্ট’ এ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার চেয়ে আরও জনপ্রিয় এমনকি বড় নামও থাকতে পারে কিন্তু মডরিচ-ই এই পুরস্কার পাওয়ার যোগ্য।’ এদিকে, ফিফার এই তালিকা হতাশ করেছে এ্যান্থনি গ্রিজম্যানকে। কেননা, রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মডরিচ এই তালিকায় স্থান পেলেও জায়গা হয়নি শিরোপা জেতা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কোন খেলোয়াড়ের। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার গ্রিজম্যান। বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়ের মতে, এই তালিকা লজ্জাজনক। এক সাক্ষাককারে এ নিয়ে ফরাসী ফরোয়ার্ড বলেন, ‘আমি আগেও এক সাক্ষাতকারে বলেছি, এখনও বলছি বিশ্বচ্যাম্পিয়ন দলের কেউ এই তালিকায় না থাকাটা লজ্জার ব্যাপার। জানি না এ ব্যাপারে তাদের (ফিফার) মানদ- কী? লজ্জাজনক হলেও আমাদের কিছু করার নেই।’ এ্যাটলেটিকো মাদ্রিদের ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার বলেন, ‘ফিফাই তো এই ট্রফি দেয়, তাই না? আর ফিফাই তো বিশ্বকাপ পরিচালনা করে। আমরা ইতোমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি জিতেছি, যার নাম হচ্ছে বিশ্বকাপ। এর চেয়ে সেরা আর কিছু হতে পারে না। তাই খুশি থাকতে হবে।’ ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় ফ্রান্সের কেউ না থাকলেও কোচের তালিকায় আছেন। বর্ষসেরা তিন কোচের তালিকায় রয়েছেন ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা জøাতকো দালিচ, ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম এবং রিয়াল মাদ্রিদকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লীগ জেতানো জিনেদিন জিদান।
×