ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের লক্ষ্য সুপার এইট

প্রকাশিত: ০৬:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের লক্ষ্য সুপার এইট

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ-১৫ আসরের রানার্সআপ হয়ে ভুটান থেকে ফিরে আসার পর সোমবার বাফুফে ভবনে মেয়েদের সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। তারা সবসময়ই মেয়েদের ফুটবলের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে- এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সাফের ফাইনালে ভারতের কাছে হারাটা আমাদের জন্য দুর্ভাগ্যের ছিল। ভারত আমাদের চেয়ে শক্তিশালী দল, এটা আমি কোনমতেই মানতে রাজি নই। চ্যাম্পিয়ন হতে পারলে ওয়ালটন মেয়েদের সবাইকে একটি করে ফ্রিজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রানার্সআপ হওয়ার পরও তারা যে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে মেয়েদের উৎসাহ দিচ্ছে।’ বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘সাফে মেয়েদের পারফর্মেন্স সবাই দেখেছেন। তারপরও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায় মেয়েদের দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকেও। অথচ ভুটান সফরে ফাইনালের আগ পর্যন্ত মেয়েদের একটি খেলায়ও তাকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ভুটান সফরে মেয়েদের দলের ম্যানেজার হিসেবে বাবুর নাম ছিল ‘নামমাত্র’! তিনি ভুটান না গিয়ে বরং ব্যস্ত ছিলেন মধ্যপ্রাচ্য সফরে, ‘সোয়াফ’ নামক একটি নতুন আঞ্চলিক ফুটবল সংস্থা আয়োজিত অনুষ্ঠানে। সাফে চ্যাম্পিয়ন না হতে পারার দুঃখ ভুলে এখন সামনের দিকেই তাকাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেখানে ভাল করার লক্ষ্যেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে তারা, জানিয়েছেন ছোটন। এ প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম এই সফল কোচ বলেন, ‘ভুটানে হেরে যাওয়ার পরই আমাদের রিকভারি সেশন হয়েছে। এএফসি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে মেয়েরা কঠোর পরিশ্রম করছে। মাঠে দুই বেলা অনুশীলন আর একবেলা কন্ডিশনিং হচ্ছে। আমাদের প্রথম লক্ষ্য সুপার এইটে খেলা।’ ছোটন জানান, সাফে দুর্ভাগ্যবশত হারের বিষয়টি মাথায় রেখে আরও সতর্ক তার দলটি। আসন্ন এএফসির টুর্নামেন্টে সাফ অনুর্ধ-১৫ দলের সব খেলোয়াড়ই অনুর্ধ-১৬ দলে খেলবে। ছোটন বলেন, ‘সাফে আমাদের যে ভুল-ত্রুটিগুলো ছিল, সেগুলো শোধরানোর চেষ্টা করছি। আশা করছি আসন্ন টুর্নামেন্টে ওই ভুলগুলো আর হবে না।’ এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে মোট ছয় গ্রুপ আছে। প্রতি গ্রুপে ৫টি করে মোট ৩০ দেশ খেলবে। ছয় গ্রুপের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দল মোট আট দল খেলবে পরবর্তী পর্বে। এই আট দলের সঙ্গে সরাসরি খেলবে আগেই যোগ্যতা অর্জন করা চার দেশ- স্বাগতিক থাইল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। এই পর্বেই খেলার আশাবাদ ব্যক্ত করেছেন ছোটন।
×