ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাম্প্রাসকে ছুঁয়ে রোমাঞ্চিত জোকোভিচ

প্রকাশিত: ০৬:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১৮

সাম্প্রাসকে ছুঁয়ে রোমাঞ্চিত জোকোভিচ

জিএম মোস্তফা ॥ শেষ পর্যন্ত নোভাক জোকোভিচের মুখেই জয়ের হাসি। জোয়ান মার্টিন ডেল পোত্রোকে পরাজিত করে ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেনের শিরোপা জয় করেছেন সার্বিয়ান তারকা। সেইসঙ্গে ক্যারিয়ারের ১৪তম গ্র্যান্ডস্লাম ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি। শুধু তাই নয়, কিংবদন্তি পিট সাম্প্রাসের তৃতীয় সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডেও ভাগ বসালেন নোভাক জোকোভিচ। আর্জেন্টাইন তারকা ডেল পোত্রোকে হারিয়ে অসামান্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। আর্থার এ্যাশ স্টেডিয়ামে রবিবার ফাইনালে আর্জেন্টাইন শীর্ষ বাছাই ডেল পোত্রোকে ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-৩ গেমের সরাসরি সেটে পরাজিত করেন জোকোভিচ। ২০১১ ও ২০১৫ সালে এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। সাবেক দুইবারের চ্যাম্পিয়নের জন্য এটা ছিল নিউ ইয়র্কে অষ্টম ফাইনাল। ইউএস ওপেনের তৃতীয় শিরোপা জেতায় জোকোভিচের সামনে এখন কেবল দুই জন। কিংবদন্তি রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। রাফায়েল নাদালের থেকে আর তিনটি ও সর্বকালের সর্বোচ্চ রেকর্ডধারী রজার ফেদেরারের থেকে আর মাত্র ছয় গ্র্যান্ডস্লাম শিরোপা দূরে রয়েছেন জোকোভিচ। গত বছর কনুইয়ের ইনজুরিতে ইউএস ওপেনে খেলতেই পারেননি এই সার্বিয়ান তারকা। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর কনুইয়ের অস্ত্রোপচার করিয়েছিলেন জোকোভিচ। এরপর থেকেই কোর্টে নিজের সেরাটা ঢেলে দিচ্ছেন তিনি। এই নিয়ে তৃতীয়বারের মতো ৩১ বছর বয়সী জোকোভিচ একই বছর উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জেতার কৃতিত্ব দেখালেন। তবে পিট সাম্প্রাসের ১৪ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডে ভাগ বসাতে পেরে দারুণ খুশি জোকোভিচ। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি পিটকে বলতে চাই, আমি তোমাকে ভালবাসি, তুমি আমার আদর্শ। ক্যারিয়ারের কঠিন সময় আমাকে যারা সমর্থন করেছে, আমার বাচ্চারা, আমার স্ত্রী, আমার ছোট একটি সাপোর্ট স্টাফ- সকলের জন্যই আজকের এই শিরোপা।’ বিশ্ব টেনিসে গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন ফেদেরার-নাদাল। এবারের ইউএস ওপেনেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তাদের। কিন্তু দুর্ভাগ্য নাদাল-ফেদেরারের। তবে চ্যাম্পিয়ন হয়ে টেনিসের এই দুই কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোকোভিচ। শুধু তাই নয়, তাদের কাছে নিজেকে ঋণী বলেও মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে সার্বিয়ান তারকার সাফ জবাব, ‘১০ বছর আগে আমি হয়ত বলতাম নাদাল-ফেদেরারের যুগের অংশ হয়ে আমি মোটেও সুখী নই। তবে আজ আমি সত্যিই খুশি। আমি মনে করি এই দুটি মানুষ, ফেদেরার-নাদাল মিলেই আজকের এই আমাকে তৈরি করেছে। তাদের কাছে আমি সত্যিই ঋণী।’ এদিকে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ডেল পোত্রোর জন্য এটি ছিল আরেকটি হতাশাজনক ম্যাচ। ক্যারিয়ারে এটি ছিল তার দ্বিতীয় স্লাম ফাইনাল। নয় বছর আগে এখানেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এরপর অবশ্য নিজেকে সেভাবে আর লাইমলাইটে নিয়ে আসতে পারেননি এই আর্জেন্টাইন। গুরুতর কব্জির ইনজুরির কারণে হতাশায় থাকা ডেল পোত্রো এক সময় অবসরের চিন্তাও করেছিলেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘যখন আমার অস্ত্রোপচার হয় তখন একমাত্র আমি সেই কঠিন পরিস্থিতি বুঝতে পেরেছিলাম। বিশেষ করে দুই থেকে তিন বছর খেলার বাইরে থাকাটা সত্যিই হতাশার।’ ডেল পোত্রোর বিপক্ষে এটি জোকোভিচের ১৫তম জয়। গ্র্যান্ডস্লামে পাঁচটির মধ্যে সবকটিতেই পরাজিত হয়েছেন আর্জেন্টাইন তারকা। এর মাধ্যমে সর্বশেষ ৫৫টি মেজর টুর্নামেন্টের অন্তত ৫০টিতেই জয়ী হয়েছেন ফেদেরার-নাদাল-জোকোভিচ-মারে খ্যাত ‘বিগ ফোর’। ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ডস্লাম জয়ের পথে জোকোভিচকে সমর্থন জানিয়ে ডেল পোত্রো বলেন, ‘অবশ্যই সে পারবে। এই রেকর্ড ভাঙ্গার সব ধরনের দক্ষতাই তার মধ্যে আছে। এই ধরনের অসাধারণ একজন আইডলের বিপক্ষে ফাইনাল খেলতে পারার অনুভূতিও অন্যরকম। সে জানে যেকোন ট্যুরেই সে আমার অনেক ভাল একজন বন্ধু। সে এমন একজন খেলোয়াড় যার খেলা আমি প্রতি ট্যুরেই উপভোগ করি। অবশ্যই পরাজিত হয়ে আমি হতাশ। কিন্তু নোভাক শিরোপা জেতায় আমি দারুণ খুশি। এই শিরোপাটা তার প্রাপ্য।’
×