ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

কুড়িগ্রামে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলার ফুলবাড়িতে ৪শ’ ২০ বস্তা চাল বাজারে বিক্রির ঘটনায় চেয়ারম্যান, মেম্বারসহ ২০ জনকে আসামি করে ২টি মামলা ও নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নে ৪শ’ ৫০ বস্তা চাল ক্রয়ের অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে আসামি করে একটি মামলা এবং উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নে ১শ’ বস্তা ভিজিএফ চাল আটকের ঘটনায় ব্যবসায়ীকে আসামি করে একটি মামলা হয়েছে। বেশকিছু অভিযোগ তদন্তাধীন রয়েছে। ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের পক্ষ থেকে দরিদ্র মানুষের এবারই প্রথম ২০ কেজি করে চাল দেয়া হয়। সরকারীভাবে প্রতি মেট্রিক টন চালের দাম ৩৯ হাজার ১০১ টাকা। জানা গেছে, জেলার ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়নে ৮৩ লাখ ২৪ হাজার ৪০ কেজি এবং ৩টি পৌরসভার জন্য ২ লাখ ৪৬ হাজার ৪৬০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছিল। জেলার সব ইউনিয়নে ৪ লাখ ১৬ হাজার ২০২ জন এবং পৌরসভার ১২ হাজার ৩২৩ জন সুবিধাভোগী ভিজিএফ-এর আওতায় রয়েছে। জানা যায়, ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে লুৎফর রহমান বাবু চেয়ারম্যান তার ইউনিয়নে প্রায় ১শ’ ৮৯ জনের ভিজিএফ সুবিধাভোগীদের নাম নকল করে ৪ টন চাল বিতরণ দেখান। যার মূল্য ১ লাখ ৫৬ হাজার টাকা। এ বিষয়ে ৪৭ জন সুবিধাভোগীর স্বাক্ষরিত একটি অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। অপরদিকে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল ২শত ৪৪টি এতিমখানা/লিল্লাহ বোর্ডিয়ে ৭৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০ মেট্রিক টন বিতরণ দেখানো হয়েছে। এখানেও ভুয়া প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের চাল কম দেয়ার অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, সন্তোষপুর ইউনিয়নে দারুল আবরার মাদ্রাসায় এক মেট্রিক টন বরাদ্দ দেয়া হলেও এই নামে কোন প্রতিষ্ঠান নেই।
×