ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্যাতন করে নদীতে ফেলে ইজিবাইক চালককে হত্যা

প্রকাশিত: ০৬:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৮

নির্যাতন করে নদীতে ফেলে ইজিবাইক চালককে হত্যা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১০ সেপ্টেম্বর ॥ দেওয়ানগঞ্জ থানা পুলিশ সোমবার সকালে থানার কাছেই ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ মামলার আসামি ইজিবাইক চালক রবিউল ইসলাম আপেলের (২৬) লাশ উদ্ধার করেছে। রবিবার রাতে মাদকবিরোধী তল্লাশির সময় রবিউল পুলিশের চেকপোস্ট থেকে ইজিবাইক রেখেই পালিয়েছিল। নিহত রবিউল উপজেলার চিকাজানী ইউনিয়নের লিয়াকত আলী টুনুর ছেলে। এ ঘটনার প্রতিবাদে তাকে নির্যাতন করে নদীতে ফেলে দিয়ে মৃত্যুর অভিযোগ তুলে সোমবার সকালে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে থানা ঘেরাও করে। রবিউল তিনটি মাদক মামলাসহ পাঁচ মামলার আসামি। ভয়ে পালিয়ে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেওয়ানগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে থানার সামনে চেকপোস্ট বসায়। রাত সাড়ে ৭টার দিকে পুলিশ রবিউলকে ইজিবাইকসহ আটক করলে ইজিবাইক রেখে পালিয়ে দেওয়ানগঞ্জ বাজারের দিকে যায়। স্থানীয়রা চোর সন্দেহে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকালে ব্রহ্মপুত্র নদ থেকে রবিউলের লাশ উদ্ধার করে। তখনও তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। লাশ উদ্ধারের পর পর এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দেওয়ানগঞ্জ থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করে।
×