ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৬:২৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

বোয়ালমারীতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সাময়িক বরখাস্ত করেছে স্কুল পরিচালনা কমিটি। রবিবার সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা শেষে সাময়িক বহিষ্কারের ঘটনা জানানো হয়। সোমবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, স্কুলের আয়ের অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যয় করার জন্য প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। বিষয়টি তদন্ত করার জন্য পরিচালনা পর্ষদের সদস্য মোঃ চান মিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, মহিলা সদস্য পারভীন পারভেজ, শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র দাস ও সহকারী শিক্ষক শীলা পারভীন। প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস বলেন, স্কুলের আয়ের অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যয় করার জন্য পরিচালনা পর্ষদ প্রধান শিক্ষককে ১৫ অক্টোবর পর্যন্ত সাময়িক বহিষ্কার করেছে বলে রেজুলেশনে উল্লেখ করা হয়েছে। সেখানে টাকার কোন পরিমাণ উল্লেখ করা হয়নি। তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের ভেতরে তাদের প্রতিবেদন পেশ করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটির আহ্বায়ক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ চান মিয়া বলেন, দুই-একদিনের ভেতরেই আমরা তদন্তের কাজ শুরু করব। ইতোপূর্বে প্রধান শিক্ষককে কোন কারণ দর্শানোর নোটিস দেয়া হয়নি। সরাসরি সাময়িক বহিষ্কার করা হয়েছে।
×