ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে বাজারে চুরি আতঙ্কে ব্যবসায়ীদের নির্ঘুম রাত

প্রকাশিত: ০৬:২৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

গফরগাঁওয়ে বাজারে চুরি আতঙ্কে ব্যবসায়ীদের নির্ঘুম রাত

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১০ সেপ্টেম্বর ॥ গফরগাঁও পৌরসভার ব্যবসায়ীদের চুরি-ছিনতাইয়ের ভয়ে নির্ঘুম রাত জেগে পাহারা দিতে হচ্ছে। জানা যায়, গত শনিবার থেকে গফরগাঁও পৌরসভার ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই পাহারার কাজ চালিয়ে যাচ্ছে। চুরি এবং ছিনতায়ের উপদ্রব বেড়ে যাওয়ায় বাজার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে সম্মিলিত এই উদ্যোগ গ্রহণ করে বলে বাজার কমিটির অন্যতম সদস্য আব্দুল হামিদ বাচ্চু জানান। গত এক মাসে পৌর শহরের বিভিন্ন জায়গায় ৩০টির অধিক বড় ধরনের চুরি হওয়ার পরও প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় বাজার ব্যবসায়ীরা নিজ উদ্যোগে এ পাহারার ব্যবস্থা করেন। এ ব্যাপারে গফরগাঁও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কেএম এহসান বলেন, একের পর এক চুরির ঘটনা ঘটলেও থানা পুলিশের হয়রানির ভয়ে কেউ থানায় অভিযোগ করে না। তাই আমরা নিজ উদ্যোগে রাত জেগে পাহারার ব্যবস্থা করছি। সালটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল হক ঢালী বলেন, আমরা বাজার ব্যবসায়ীরা চুরি-ছিনতাই আতঙ্কে ভুগছি দীর্ঘদিন ধরে। বাধ্য হয়ে গত শনিবার রাত থেকে নির্ঘুম পাহারা দিয়ে যাচ্ছি। সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তুহিন (১৯) নামে এক মাদক কারবারির কাছ থেকে ৮ হাজার ৮শ’ ইয়াবা উদ্ধার করেছে। রবিবার রাতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুহিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার লিয়াকত আলীর ছেলে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ওসি আব্দুস সাত্তার মিয়া এ তথ্য জানায়। জানা গেছে, রবিবার রাতে সাইনবোর্ড এলাকায় পুলিশ অবস্থান করে। এ সময় রিক্সাযোগে এক যুবক চৌরঙ্গী পাম্পের সামনে ব্যাগ নিয়ে নামে। এতে ওই যুবকের প্রতি সন্দেহে সৃষ্টি হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার ব্যাগ হতে ৪৪টি জিপারের প্যাকেটে রক্ষিত ৮ হাজার ৮শ’ ইয়াবা উদ্ধার হয়।
×