ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৈকতের বালিয়াড়ি থেকে ইয়াবার চালান উদ্ধার

প্রকাশিত: ০৬:২৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

সৈকতের বালিয়াড়ি থেকে ইয়াবার চালান উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্র সৈকতের বালিয়াড়িতেও কুড়িয়ে পাওয়া যাচ্ছে ইয়াবার চালান। টেকনাফের সমুদ্র সৈকত থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সকালে টেকনাফ সদর লম্বরিঘাটের সমুদ্র সৈকত বালিয়াড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের দাবি এসময় কাউকে আটক করা যায়নি। টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম ম-ল এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের অভিযোগ, ইয়াবার চালানসহ পাচারকারী কাউকে পেলেও আইনশৃঙ্খলা বাহিনী ওই চোরাচালানিদের পালানোর সুযোগ দিয়ে থাকে। শনিবার সকালে টেকনাফে ২৭ কোটি টাকা মূল্যের ৯ লাখ পিস ইয়াবার চালান জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবারও ৮০ হাজার ইয়াবার চালান উদ্ধার হয়েছে ঠিকই, তবে কেউ আটক হয়নি। ইয়াবার চালানের সঙ্গে চোরাচালানিরা আটক না হওয়া ঘটনায় স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্নের ডানা বাঁধছে। তারা বলেন, ঘটনাস্থলেতো ইয়াবা উৎপাদন হয় না। নিশ্চয় কেউ না কেউ ওসব ইয়াবার চালান নিয়ে অন্যত্র সরবরাহ করতে অপেক্ষায় ছিল। লে. কমান্ডার ফয়জুল ইসলাম ম-ল বলেন, লম্বরিঘাটের সমুদ্র্র সৈকতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওসব ইয়াবার মূল্য ৪ কোটি টাকা । চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রাবাসে শিক্ষার্থীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর হালিশহর নয়াবাজার এলাকায় একটি মাদ্রাসার ছাত্রাবাসে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শাহরিয়ার আলম (১৪) নামের এই শিক্ষার্থী এনায়েত বাজার এলাকার শাহীন আলমের পুত্র। পরিবারের সদস্যদের অভিযোগ ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, শাহরিয়ার আলম ছিল নয়াবাজার মসজিদ গলিতে অবস্থিত নাহাদাতুল উম্মে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। রবিবার রাত ১১টার দিকে ওই মাদ্রাসার এক শিক্ষক টেলিফোনে শাহরিয়ারের মাকে জানায় যে, তার ছেলে অসুস্থ। এ খবরে তারা বাসা থেকে মাদ্রাসায় ছুটে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান।
×