ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

প্রকাশিত: ০৬:২৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বন্দর থানার সল্টগোলা রেলক্রসিং এলাকায় যুবলীগ কর্মী মোঃ মহিউদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জনকণ্ঠকে জানান, আদালতের নির্দেশে প্রধান আসামি হাজি ইকবালকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় হাজি ইকবাল, তার ভাই মুরাদ, বিপ্লব, ডিউক, মাহিব, আজাদ, শেখ মহিউদ্দিন, জিসান ও আজগরসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে। গত ২২ জুলাই আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। হত্যাকা-ের পর এতদিন ধরে মামলাটির প্রধান আসামি পলাতক ছিলেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ চট্টগ্রাম নগরীর সল্টগোলা রেলক্রসিং এলাকায় অবস্থিত মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সভায় কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ কর্মী মহিউদ্দিনকে। বরিশালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নাঈম হোসেন (২৭) নামের এক যুবক মারা গেছে। সে বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড এলাকার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় মীরগঞ্জের ডকইয়ার্ডে একটি ড্রেজার মেরামতের সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
×