ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রুটি না পেলেও নাজেহাল

চট্টগ্রামে রাতে পুলিশের হেলমেট বাণিজ্য

প্রকাশিত: ০৬:২৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে রাতে পুলিশের হেলমেট বাণিজ্য

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এখন পুলিশের হেলমেট বাণিজ্যে পরিণত হয়েছে। রাতের আঁধারে পুলিশের এমন বাণিজ্য চলছে খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের নির্দেশনায় ও উপস্থিতিতে। শনিবার রাত পৌনে আটটায় জাকির হোসেন রোডের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন কিডনি সেন্টারের সামনে খুলশী থানা পুলিশ আকস্মিক অভিযান পরিচালনা করে। হেলমেট থাকার পরও ঘটনাস্থলে খুশীর ওসি মিডিয়াকর্মীসহ অনেক মোটরসাইকেল আরোহীকে নাজেহাল করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, এই ওসি কর্মস্থলে যেমন পুলিশের পোশাক পরতে বিব্রত বোধ করেন তেমনি অভিযানে নামলেও সিভিল পোশাকে কর্তব্য পালন করেন। আরও অভিযোগ রয়েছে, অন্ধকারে আকস্মিক এই অভিযানের কোন তথ্য তিনি থানায় রেকর্ড করেননি এমনকি ট্রাফিক বিভাগকেও জানাননি। এমন তথ্য পাওয়া গেছে খুলশী থানা এলাকার টিআইর কাছ থেকে। প্রশ্ন উঠেছে, অভিযান অন্ধকারে কেন আবার কী কারণে তিনি এই অভিযান পরিচালনা করেছেন। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের টিআই জানিয়েছেন, খুলশী থানা এলাকায় মোট ৯২টি মামলা করেছি মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র সঙ্গে না থাকার কারণে। শনিবার রাতে খুলশী থানার ওসির অন্ধকারে পরিচালিত অভিযানে কোন মামলার তথ্য তিনি জানেন কিনা এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, আমার তালিকায় থানার কোন মামলা নেই। ওসি সাহেবের মামলার বিষয়ে আমি কিছুই জানি না। থুলশী থানা পুলিশের অভিযানকালে প্রত্যক্ষ ভাবে দেখা গেছে, শনিবার রাত পৌনে আটটার দিকে খুলশী থানাধীন জাকির হোসেন রোডের ডায়াবেটিক হাসপাতালের পাশে থাকা চট্টগ্রাম কিডনি সেন্টারের সামনে পুলিশের আকস্মিক অভিযান পরিচালিত হচ্ছিল। একের পর এক মোটরসাইকেল থামিয়ে চালকের পরিচয়, হেলমেট ও গাড়ির কাগজপত্র দেখাশুনা করছিলেন থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে থানা অভিযান টিম। ঘুটঘুটে অন্ধকার অভিযান পরিচালনা হওয়ার কারণে টিমের পোশাকধারী পুলিশ সদস্যদের চেনা যাচ্ছিল না। কিন্তু অভিযানস্থলে ওসি ছিলেন ঘরোয়া পোশাকে। এমনকি তিনি অভিযান পরিচালনাকালে মীরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। একের পর এক মোটরসাইকেল থামিয়ে অন্ধকারে নিয়ে দফারফা করছেন। এমন সময় প্রতিবেদকও ঘটনাস্থল অতিক্রম করছিলেন। যথারীতি থামানো হলো মোটরসাইকেল। পরিচয় নিলেন। অতীতে থানার অনিয়ম ও দুর্নীতির নিউজের কারণে হেলমেট থাকার পরও প্রতিবেদককে নাজেহালের চেষ্টা অব্যাহত রাখলেন ওসি নাসির। তবে হেলমেটটা একটু পুরাতন মডেলের হওয়ায় ওসির পছন্দ হয়নি। এ নিয়ে নানা কটূ কথা প্রতিবেদককে শোনালেন ওসি। পত্রিকার পরিচয় পাওয়ার পর ওসি শেখ নাসির বললেন, এটি তো ২০০ বছর আগের পত্রিকা। এই পত্রিকা এখন চলে নাকি। তিনি আরও বলেন, মোটরসাইকেলটি রেখে একটি নতুন হেলমেট নিয়ে আসেন। আপনারা আমাদের নিউজ ফেসবুকে দেন, এখন আমি আপনার ছবি তুলে ফেসবুকে দিব। একথা বলে অন্ধকারেই ২/৩টি ছবি তুলে নিলেন। রবিবার বিকেল পৌনে চারটায় অভিযানের বিষয়ে জানতে খুলশী থানায় কর্তব্যরত অপারেটর কানন জানান, রাতের অভিযান দিনে বলা যাবে না। আর ওসি সাহেব কোথায় অভিযান করেছেন তার মৌখিক হিসাব থাকে লিখিত হয় না। এ ব্যাপারে পুলিশ কন্ট্রোল ভাল বলতে পারবে। এরপর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করা হলে অপর প্রান্ত থেকে কল রিসিভকারী তাৎক্ষণিক খুলশী থানার অপারেটর কাননকে বলেন এটা ট্রাফিক কন্ট্রোলের কাজ কেন পুলিশ কন্ট্রোলকে ফোন করতে বলা হয়েছে। এরপর ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম থেকে বলা হয়, শনিবার সারাদিনে নগরীর কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। শনিবার মোট ৪২০টি মামলা হয়েছে। এর মধ্যে খুলশী থানার টিআই কুদ্দুস মামলা করেছেন ৯২টি। তবে তা কোন থানা পুলিশের অভিযানের তথ্য নয়।
×