ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ব্যবসায়ী খুনের মামলায় ৭ জনের ফাঁসি

প্রকাশিত: ০৬:২২, ১১ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে ব্যবসায়ী খুনের মামলায় ৭ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ী মিলন ভূইয়াকে খুনের ঘটনায় ৭ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশ এবং তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। একইসঙ্গে রায়ে ওই মামলার অপর এক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদ-াদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদ-ের রায় দেয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দিয়েছেন। ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলো- গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও এলাকার রাজিব হোসেন ওরফে রাজু (২২), একই এলাকার শফিকুল ইসলাম ওরফে পারভেজ (২৬), গাজীপুর সদরের গজারিয়াপাড়া এলাকার কাইয়ুম (২৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বুরুদিয়া এলাকার রাজিব হোসেন (২২), গাজীপুরের কাপাসিয়ার ধরপাড়া এলাকার ফারুক হোসেন (২৫), জামালপুরের ইসলামপুর থানার পূর্ব বালিয়াদহ এলাকার আলী হোসেন ওরফে হোসেন আলী (২৭), কুড়িগ্রামের নাগেশ^রী থানার সুকানদীঘি এলাকার মোহাম্মদ আলী ওরফে ছোট আলী (২০)। এছাড়া ৫ বছর সাজাপ্রাপ্ত আসামি হলো কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার মাসুদ ওরফে মামা মাসুদ (৩২) । গাজীপুরের পিপি হারিছ উদ্দিন আহম্মদ ও কোট পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, গাজীপুর মহানগরের পশ্চিম লক্ষীপুরা এরাকার হাবিবুর রহমানের ছেলে মিলন ভূইয়া সেন্টারিংয়ের ব্যবসা করতেন। উল্লেখ্য, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ব্যবসায়িক কাজ শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মামাত ভাই শাহজাহানকে সঙ্গে নিয়ে মিলন ভূইয়া তার মোটরসাইকেল চালিয়ে শ্রীপুরের বাঘেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তারা গাজীপুর সদরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৪নং গেটের ২০০গজ পশ্চিম/উত্তর পাশের বাইপাস সড়কে পৌঁছলে ১০/১২জন ডাকাত অতর্কিতভাবে তাদের গতিরোধ করে। এক পর্যায়ে মিলন ভূইয়া মোটরসাইকেল চালিয়ে চলে যেতে চাইলে আসামিরা তাকে গজারি গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে এবং মিলনের সঙ্গী শাহজাহানকে মারধর করে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্রের আঘাতে মিলনকে খুন করে এবং তার কাছ থেকে টাকা, মোবাইল সেট ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় নিহতের মামা আকতার হোসেন পরদিন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
×