ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশ সদর দফতরে এএফডব্লিউসি প্রশিক্ষণার্থী দল

প্রকাশিত: ০৬:২১, ১১ সেপ্টেম্বর ২০১৮

পুলিশ সদর দফতরে এএফডব্লিউসি প্রশিক্ষণার্থী দল

স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স (এএফডব্লিউসি)-২০১৮ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল হক। অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান,আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান, কৌশলগত পরিকল্পনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যত পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। পরে এক প্রশ্ন-উত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা ভিভিআইপি নিরাপত্তা, অপরাধ দমন, নৌপুলিশ, আধুনিক পুলিশিং সম্পর্কে জানতে চান। পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি রৌশন আরা বেগম ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুজ্জামান, এআইজি তাপতুন নাসরিন, এআইজি মোঃ সোহেল রানা প্রতিনিধিদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোঃ মহসিন হোসেন বলেন, পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এ সফর আরও সুদৃঢ় করবে। এর ফলে সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়বে।
×