ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু আকিফার মৃত্যু ॥ দায়ী বাস মালিক ও চালকের জামিন

প্রকাশিত: ০৬:২০, ১১ সেপ্টেম্বর ২০১৮

শিশু আকিফার মৃত্যু ॥ দায়ী বাস মালিক ও চালকের জামিন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় শিশু আকিফা নিহত মামলায় বাস মালিক ও চালককে জামিন দিয়েছে আদালত। সোমবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এমএম মোর্শেদ তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে রবিবার র‌্যাব সদস্যরা ফরিদপুর থেকে বাস মালিক জয়নাল আবেদীনকে গ্রেফতার করে। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। এদিকে ঘাতক বাসের ড্র্রাইভার মহিদ মিয়া ওরফে খোকন সোমবার একই আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তাকেও জামিন প্রদান করেন। অপরদিকে আকিফা হত্যার ঘটনায় গঠিত সরকারী তদন্ত টিমের সদস্যরা সোমবার কুষ্টিয়ায় এসে দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থল কুষ্টিয়ার চৌড়হাস মোড় পরিদর্শন ও তদন্ত কাজ পরিচালনা করেন। পরে তদন্ত টিমের সদস্যরা নিহত আকিফার বাড়িতে যেয়ে তার পিতা-মাতা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তদন্ত টিমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, বিআরটিএ পরিচালক (অপারেশন) শিতাংশু শেখর বিশ্বাস, বুয়েটের সহযোগী অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের সদস্য কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন ও সাংবাদিক অশোক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২৮ আগস্ট দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে দাঁড়িয়ে থাকা গঞ্জেরাজ পরিবহনের সামনে দিয়ে এক বছরের শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে মা রিনা বেগম সড়ক অতিক্রম করছিলেন। এ সময় চালক হঠাৎ বাসটি চালিয়ে রিনা বেগমকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে শিশু আকিফা গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
×