ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধার অবর্তমানে ভাতা পাবেন যারা-

প্রকাশিত: ০৫:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৮

মুক্তিযোদ্ধার অবর্তমানে ভাতা পাবেন যারা-

সংসদ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধার অবর্তমানে সম্মানী ভাতাসহ সরকারী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন তাঁর স্ত্রী বা স্বামী। আর তাঁদের অবর্তমানে সুবিধা ভোগ করবেন তাঁদের পিতা-মাতা। তাঁরাও না থাকলে সুবিধা পাবেন ছেলে-মেয়েরা। এদের কেউই না থাকলে সুবিধা পাবেন মুক্তিযোদ্ধার ভাই-বোনেরা। জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮’ এ এমন বিধান রাখা হয়েছে। সোমবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সংসদে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
×