ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে বিল উত্থাপন

বিএফআরআই বিজ্ঞানী পরামর্শ দিয়ে ফি নিতে পারবেন

প্রকাশিত: ০৫:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৮

বিএফআরআই বিজ্ঞানী পরামর্শ দিয়ে ফি নিতে পারবেন

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা বেসরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রাণিসম্পদ, শিল্পস্থাপনা বা অনুসন্ধান বিষয়ক পরামর্শ সেবা দিয়ে সরকার নির্ধারিত হারে ফি নিতে পারবেন। জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৮’ শীর্ষক বিলে এমন বিধান রাখা হয়েছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলটি উত্থাপনের পর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
×