ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের দুই প্রকল্প

এডিবি ৩৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে

প্রকাশিত: ০৫:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

এডিবি ৩৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত খাতের দুটি প্রকল্পে বাংলাদেশকে ৩৫ কোটি ৭০ লাখ ডলারের ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। আগামী ’২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়নে যে জাতীয় টার্গেট নিয়েছে, তা পূরণ করতে চায় সরকার। আর এই সহায়তা সেটি অর্জনে ভূমিকা রাখবে। সোমবার বিকেলে শেরেবাংলা নগরে ইআরডিতে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, নতুন ও উচ্চ প্রযুক্তিতে বিদ্যুত শক্তি উৎপাদনের জন্য এডিবি ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে। আর জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম (জেএফজেসিএম) ৭ লাখ ডলার অনুদান দিচ্ছে। অপরদিকে কোরিয়া ই-এশিয়া এ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড (ইএকেপিএফ) দিচ্ছে ৫ লাখ ডলার। যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও লিঙ্গ সমতার জন্য ব্যয় করা হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, গত এক দশক ধরে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। এই অগ্রগতিকে অব্যাহত রাখা এবং আরও গতিশীল করতে বিদ্যুত সঞ্চালন নেটওয়ার্কে আরও বিনিয়োগ প্রয়োজন।
×