ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সমিতির অভিযোগ

কায়েমী স্বার্থের শিকার মোজাম্মেল চৌধুরী

প্রকাশিত: ০৫:৫২, ১১ সেপ্টেম্বর ২০১৮

কায়েমী স্বার্থের শিকার মোজাম্মেল চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ যাত্রী স্বার্থবিরোধী সড়ক পরিবহন আইন সংসদে পাস করতে মালিক-শ্রমিকদের কায়েমী স্বার্থের শিকার হয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সামসুদ্দীন চৌধুরী এই তথ্য জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, যাত্রী কল্যাণ সমিতি অত্যন্ত গঠনমূলকভাবে সততার সঙ্গে যাত্রী অধিকার আন্দোলনকে চাঙ্গা করেছেন। সকল মহল এ আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। সড়ক নিরাপত্তায় সরকার যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে জন্য সহায়ক শক্তি হিসেবে যাত্রী কল্যাণ সমিতি কাজ করে। আমাদের সংগঠনের উদ্দেশ্য কাউকে দায়ী করা নয়, যাত্রী সাধারণের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ দেখিয়ে দেয়া। দেশের ১৬ কোটি যাত্রীকে যারা জিম্মি করেছেন তারা গুটিকতক। এই অপশক্তি কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে ভুল বুঝিয়ে নিজেদের অপকর্ম, সড়কে নৈরাজ্য চালানোর জন্য মোজাম্মেল হক চৌধুরীকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এই হুমকি-ধমকি তাকে যাত্রী অধিকার আন্দোলন থেকে বিরত করতে পারেনি। শেষ পর্যন্ত মিথ্যা চাঁদাবাজির মামলায় তাকে কারাগারে নেয়া হয়েছে।
×