ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মরুভূমিতে বৃষ্টি বাড়াবে সৌর ও বায়ু বিদ্যুত

প্রকাশিত: ০৫:৫১, ১১ সেপ্টেম্বর ২০১৮

মরুভূমিতে বৃষ্টি বাড়াবে সৌর ও বায়ু বিদ্যুত

সাহারা মরুভূমিতে বিপুলসংখ্যক সৌর বিদ্যুত প্যানেল এবং বায়ু বিদ্যুতের জন্য টার্বাইন স্থাপন করায় সেখানকার বৃষ্টিপাত, গাছপালা এবং তাপমাত্রা বড় প্রভাব ফেলবে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, বায়ু বিদ্যুতের টার্বাইন এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ দ্বিগুণ করে তুলতে পারে। বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশ পাওয়া একটি গবেষণাপত্রে তারা এমনটাই জানিয়েছেন। সৌর বিদ্যুত প্যানেলের একই ধরনের প্রভাব রয়েছে যদিও সেটি ভিন্নভাবে কাজ করবে। বিজ্ঞানীদের ধারণা, এই নবায়নযোগ্য শক্তির বৃহৎ পরিসরে প্রসার শুধু সাহারা অঞ্চলেরই পরিবর্তন আনবে। বিজ্ঞানীরা দেখার চেষ্টা করেছিলেন যে, কী হতে পারে যদি এই ৯ মিলিয়ন বর্গকিলোমিটার অঞ্চলকে সৌর বিদ্যুত প্যানেল দিয়ে ঢেকে দেয়া যায়। সৌর বিদ্যুত প্যানেলের একই ধরনের প্রভাব রয়েছে যদিও সেটি ভিন্নভাবে কাজ করবে। তারা এই অঞ্চলটির প্রতি মনোযোগী হয়েছিলেন কেননা এই বিশাল জনবিরল অঞ্চল থেকে যে পরিমাণ সৌর শক্তি এবং বায়ু শক্তিকে বিদ্যুত শক্তিতে পরিণত করা সম্ভব তা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের প্রায় কাছাকাছি। গবেষকদের ধারণা, মরুভূমিতে নবায়নযোগ্য বিদ্যুতের জন্য ব্যাপক পরিমাণে এসব স্থাপন করলে তা থেকে যে পরিমাণ বিদ্যুত পাওয়া যাবে তা বর্তমান সময়ের চারগুণ। এর আগেও গবেষণায় দেখা গিয়েছিল যে, বায়ু বিদ্যুত ও সৌর বিদ্যুতের জন্য স্থাপিত প্যানেল ও টার্বাইন প্রভাব ফেলে তাপমাত্রার ওপর। কিন্তু এই গবেষণায় আরও প্রমাণ হয় যে এসব প্রভাব ফেলে উদ্ভিদের ওপরেও। এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রধান ড. ইয়ান লি বলেন, আমাদের এই মডেল থেকে যে ফলাফল আমরা পাচ্ছি তাতে দেখা যায় যে, সাহারায় এসব সৌর এবং বায়ু বিদ্যুত প্ল্যান্ট বৃষ্টিপাত বাড়াবে, বিশেষ করে সাহল অঞ্চলে। ২০ মিলিমিটার থেকে বেড়ে বাৎসরিক বৃষ্টিপাত হবে ৫০০ মিলিমিটার। -বিবিসি
×