ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে ফের জঙ্গী হামলার চক্রান্ত করছে দুই পলাতক আসামি

প্রকাশিত: ০৫:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৮

দেশে ফের জঙ্গী হামলার চক্রান্ত করছে দুই পলাতক আসামি

শংকর কুমার দে ॥ ভারতে আত্মগোপনে থেকে বাংলাদেশে জঙ্গী হামলার ষড়যন্ত্র করছে বহুল আলোচিত গুলশান হলি আর্টিজানে দুর্ধর্ষ দুই জঙ্গী হামলার পলাতক সামরিক কমান্ডার শরিফুল ইসলাম খালিদ ও মামুনুর রশিদ রিপন। পলাতক থাকায় দুই জঙ্গী আসামি শরিফুল ইসলাম খালিদ ও মামুনুর রশিদ রিপনের স্থাবর-অস্থাবর মালামাল ক্রোক করা হচ্ছে এই সেপ্টেম্বরেই। জঙ্গী হামলার সামরিক কমান্ডার খালিদ ও রিপন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই ভারতে আত্মগোপন থেকে বাংলাদেশে জঙ্গী হামলার চক্রান্ত করছে এমন তথ্য পেয়েছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, ৩০ সেপ্টেম্বর পলাতক দুই জঙ্গী খালিদ ও রিপনের মালামাল ক্রোক পরোয়ানা তামিল করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জঙ্গী আসামিদের অস্থাবর সম্পত্তি ক্রোকের হুকুম প্রচার করা হয়েছে। আসামি খালিদের রাজশাহীর বাগমারা থানার শ্রীপুর ও রিপনের বগুড়ার নন্দীগ্রাম থানার শেখের মাড়িয়ার স্থায়ী ঠিকানায় ওই ক্রোকি পরোয়ানা পাঠানো হয়েছে। এর আগে একই আদালত থেকে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হলি আর্টিজানে হামলার ঘটনায় থানায় যে মামলা দায়ের করা হয় তাতে ৮ আসামির মধ্যে ৬ জন গ্রেফতার হয়ে কারাগারে আছে, এরা হলো জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও হাদিসুর রহমান সাগর। অপর দুই আসামি খালিদ ও রিপন এখনও গ্রেফতার হয়নি। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া দুই আসামি ভারতে আত্মগোপন থেকে বাংলাদেশের জঙ্গীদের সঙ্গে যোগাযোগ করে আবার হামলার চক্রান্ত করছে এমন তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
×