ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণপরিবহনে শৃঙ্খলা

মেয়র খোকনকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি

প্রকাশিত: ০৫:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৮

মেয়র খোকনকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস পরিচালনা শুরু করতে দুই বছর সময় লাগতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। সোমবার নগর ভবনে আয়োজিত এক সভায় তিনি বলেন, কমিটি খুব দ্রুত কাজ শুরু করবে। আমি মনে করি, একাজ দুই বছরের মধ্যে শেষ হওয়া উচিত। আমরা সেভাবেই কাজ করব। প্রয়াত মেয়র আনিসুল হকের সময় এ নিয়ে একটি ড্রাফট করাই আছে। এটি আমরা দেখব। কোনকিছু সংযোজন, পরিমার্জন ও সংশোধন করতে হলে প্রয়োজনে তাই করব। সাঈদ খোকন বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে আমরা কমিটির প্রথম বৈঠক করব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। দ্রুততম সময়ের মধ্যে রুট র‌্যাশনালাইজেশন এবং কোম্পানি গঠন কাজ শেষ করা হবে। পুরনো বাস তুলে দিয়ে নতুন বাস নামাব। আমাদের লক্ষ্য যানজটমুক্ত শহর উপহার দেয়া। সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দিন সভায় উপস্থিত ছিলেন। নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে বাস পরিচালন পদ্ধতির প্রবর্তন এবং এসব কার্যক্রম সমন্বয়ের জন্য এই কমিটি করতে স্থানীয় সরকার বিভাগ রবিবারই এক আদেশ জারি করে। রবিবার এতে ঢাকা মহানগরে গণপরিবহনে শৃঙ্খলা আনতে ও এসব কার্যক্রম সমন্বয় করতে সাঈদ খোকনকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এতে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রকে কমিটিকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ এসএম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
×