ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে

প্রকাশিত: ০৫:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৮

ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে

ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়েছে হিলি স্থলবন্দরে। ঈদের ছুটির পর কয়েক গুণ বেশি পেঁয়াজ আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে। আমদানি বেড়ে যাওয়ায় পাইকারদের সমাগমও বেড়েছে আড়তগুলোতে। আমদানিকারকরা বলছেন, কোরবানির ঈদের পর কিছুটা খারাপ পরিস্থিতি থাকলেও বর্তমানে পর্যাপ্ত আমদানি হওয়ায় বেচা-বিক্রি বেড়েছে। হিলি কাস্টমসের তথ্য মতে, গত দু’দিনে এ বন্দর দিয়ে ভারত থেকে ৮৩ ট্রাকে ১ হাজার ৭শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পাইকারি আড়তগুলোতে মানভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২২ টাকা দরে। ব্যবসায়ীরা জানান, বন্দরে পেয়াজ কেনার জন্য পাইকাররা আসছে। সেই সঙ্গে এখানে বেচা-কেনাও ভাল। সোমবার এখানে পেয়াজের দাম হচ্ছে- বেলুই ২২ টাকা, ইন্দু ১৭ টাকা ও নাসিক ২০ টাকা। গত দু’দিনে বন্দরে ৮৩ ট্রাক পেঁয়াজ এসেছে। -অর্থনৈতিক রিপোর্র্টার
×