ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রানার অটোমোবাইলের দর শুরু ৮১ টাকায়

প্রকাশিত: ০৫:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

রানার অটোমোবাইলের দর শুরু ৮১ টাকায়

বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রানার অটোমোবাইল লিমিটেডের শেয়ার কেনার জন্য নিলাম সোমবার বিকেল শুরু হয়েছে। শুরুর দিনই বিকেল ৬টা পর্যন্ত তিনটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৮১ এবং ৮০ টাকায় শেয়ার কেনার জন্য নিলামে অংশ নিয়েছেন। এই নিলাম চলবে আগামী ১৩ সেপ্টেম্বর, বৃহস্পতবার বিকেল ৫টা পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, শুরুতেই ৮১ টাকায় এক বিনিয়োগকারী ১ লাখ ৫৪ হাজার ৩০০টি শেয়ার কেনার জন্য দরপ্রস্তাব করেন। এরপর আরও দুই বিনিয়োগকারী ৮০ টাকা করে ৩ লাখ ১২ হাজার ৪০০টি শেয়ার কেনার দরপ্রস্তাব করেন। পরবর্তীতে শেষদিন পর্যন্ত দরপ্রস্তাবের ভিত্তিতে কাট অফ প্রাইস নির্ধারিত হবে। এই কাট অফ প্রাইসের ১০ শতাংশ কম দরে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার আইপিওতে কিনবে। -অর্থনৈতিক রিপোর্টার
×