ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারিসে ছুরি হামলা, দুই ব্রিটিশ পর্যটকসহ আহত ৭

প্রকাশিত: ০৫:২৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

প্যারিসে ছুরি হামলা, দুই ব্রিটিশ পর্যটকসহ আহত ৭

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তি ছুরি ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে দুই ব্রিটিশ পর্যটকসহ সাত জনকে আহত করেছে। আহতদের মধ্যে চার জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সময় রাত ১১টার একটু আগে প্যারিসের উত্তরপূর্বাংশে একটি খালের পাড়ে হামলার এ ঘটনাটি ঘটেছে। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সে আফগানিস্তানের নাগরিক হতে পারে বলে জানিয়েছে পুলিশ। -বিবিসি ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা মনে করার মতো কোন ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে কয়েকটি সূত্র। আহতদের মধ্যে দুজন ব্রিটিশ পর্যটক আছেন বলে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে। ওই ব্যক্তি যাদের হামলা করেছে তারা সবাই তার অপরিচিত। হামলাকারী প্রথমে দুই পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করে। তাকে থামাতে কাছেই পেতার্ক খেলারত কয়েক ব্যক্তি তার দিকে বল ছুরে মারে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। হামলাকারীর শরীরে বলের আঘাত লাগার পর সে পালিয়ে যায়। এরপর হেনরি নওগেন্স স্ট্রিটে সে দুই ব্রিটিশ পর্যটকের ওপর হামলা চালায় বলে জানা গেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা মনে করার মতো কোন ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফ্রান্সের এক পুলিশ কর্মকর্তা।
×