ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগে সিবিএস প্রধানের পদত্যাগ

প্রকাশিত: ০৫:২৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

যৌন হয়রানির অভিযোগে সিবিএস প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম সিবিএসের প্রধান লেস মুনভেস (৬৮) রবিবার পদত্যাগ করেছেন। যৌন হয়রানির নতুন অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসির। জুলাই মাসে সাপ্তাহিক ‘দ্য নিউ ইয়র্কার’ ম্যাগাজিনে মুনভেসের বিরুদ্ধে ছয় নারীর অভিযোগ প্রকাশিত হলে সিবিএস কর্তৃপক্ষ তার তদন্ত শুরু করে। রবিবার নতুন করে আরও ছয় নারী তার বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগে মুখ খোলার পর পদত্যাগের খবর এলো। সব অভিযোগ অস্বীকার করেছেন মুনভেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, এমন সব মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে যা তার ব্যক্তি জীবনের সঙ্গে সামঞ্জস্যহীন। সিবিএস জানিয়েছে, হ্যাশট্যাগ মিটু মুভমেন্টের প্রতি সমর্থন জানিয়ে সিবিএস কোম্পানি ও মুনভেস দুই কোটি মার্কিন ডলার অনুদান সহায়তা দেয়ার কথা ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে সিবিএস টেলিভিশন ঘোষণা করেছে যে, লেস মুনভেস কোম্পানির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও পদ থেকে সরে যাচ্ছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। তার স্থলে সিবিএসের প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে জোসেফ ইয়ানিয়েলো কাজ করবেন। দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, পদত্যাগ করার জন্য সিবিএসের শেয়ারসহ মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন মুনভেস। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পদত্যাগ প্রক্রিয়ার প্যাকেজের অধীনে মুনভেসকে দশ কোটি মার্কিন ডলার দেয়া হবে। অবশ্য সিবিএস জানিয়েছে, তার বিরুদ্ধে যৌন নিপীড়নের যেসব স্বাধীন তদন্ত চলছে তা শেষ না হওয়া পর্যন্ত অবসর সুবিধার কোন অর্থ মুনভেস নেবেন না। আর মিটু মুভমেন্টের জন্য দানের অর্থ সেখান থেকে কেটে রাখা হবে। অপর এক পৃথক পদক্ষেপে ছয় পরিচালককে সরিয়ে দিয়ে নতুন ছয়জনকে নির্বাচন করা হয়েছে। মার্কিন গণমাধ্যমে অন্যতম প্রভাবশালী প্রধান নির্বাহী হলেন মুনভেস। ১৯৯৫ সালে সিবিএসে যোগ দেয়া মুনভেস ২০০৬ সালে কোম্পানিটির সিইও হন।
×